শুধু সময়ের নন, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরাদের প্রথম সারিতেই থাকবেন তিনি। একাধিক ম্যাচ জয়ের নায়ক তামিম ইকবাল। টাইগারদের ব্যাটিং স্তম্ভ বলে পরিচিত এই ব্যাটসম্যান ২০ মার্চ, মঙ্গলবার পা দিয়ে ২৯ বছর বয়সে। শুভ জন্মদিন তামিম।
পরিবারের সঙ্গে অবশ্য এই জন্মদিনটা পালন করতে পারছেন না তামিম। তিনি এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে রয়েছেন লাহোরে। পেশোয়ার জালমির হয়ে মঙ্গলবার রাতে মাঠে নামবেন তিনি। এ ম্যাচে প্রতিপক্ষ জাতীয় দলের আরেক সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
তামিমের জন্ম এক ক্রীড়াপ্রেমী পরিবারে। ১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামে বিখ্যাত খান পরিবারে জন্ম তার। বাবা ইকবাল খান, মা নুসরাত খান ইকবাল। তামিমের চাচা আকরাম খান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এখন আছেন বিসিবির গুরুত্বপূর্ণ পদে। তামিমের বড় ভাই নাফিস ইকবাল দেশের হয়ে একসময় টেস্ট খেলেছেন।
তবে চাচা কিংবা ভাইকে পেছনে ফেলে নিজেকে ইর্ষনীয় উচ্চতায় নিয়ে যাচ্ছেন তামিম। টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ওপেনার দেশের হয়ে টেস্টে ৩০০০ এবং ওয়ানডেতে ৫০০০ হাজার রান করা মাত্র দ্বিতীয় ক্রিকেটার তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে ১০০০ রান করেছেন তিনি। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে তার।
ক্রিকবিডি২৪.কমের পক্ষ থেকে তামিমকে জন্মদিনের শুভেচ্ছা!
Discussion about this post