ক্রিকবিডি২৪.কম ডেস্ক
১৯৭৩-এর ২৪ এপ্রিল জন্ম শচীন রমেশ টেন্ডুলকারের। এরপর যিনি সময়ের পথ ধরে হয়ে উঠেছেন বিশ্বের সেরা ক্রিকেটার। আজ, শনিবার ‘ক্রিকেটের বরপুত্র’ খ্যাত ক্রিকেটারের জন্মদিন। ৪৮-এ পা দিয়েছেন তিনি।
২০০ টেস্টে শচীনের রান ১৫,৯২১। সেঞ্চুরি ৫১। পাশাপাশি ৪৬৩ ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরিসমেত রান ১৮,৪২৬। টেস্ট এবং ওয়ানডের সর্বাধিক রান ও সেঞ্চুরির সব রেকর্ড রয়েছে তার দখলে।
তার যতো স্বীকৃতি-
* ভারতের একমাত্র ক্রিকেটার যিনি ব্র্যাডম্যান ইলেভেনে অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেন।
* ২০১০ সালের ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে আইসিসির স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জেতেন।
* ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ জেতেন ২০০৮ সালে।
* ২০০৪ ও ২০০৭ সালে আইসিসির বিশ্ব ওয়ানডে একাদশে স্থান পান।
* ২০০৫ সালে খেলাধুলার জন্য রাজীব গান্ধী পুরস্কার পান।
* ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে হন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট।
* ২০০১ সালে পান মহারাষ্ট্র প্রদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড।
* ১৯৯৯ সালে পান ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী।
* ১৯৯৭-৯৮ সালে ভারতে খেলাধুলায় অবদান রাখার জন্য ভারতের সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন
* ১৯৯৭ সালে হন উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার।
* ১৯৯৪ সালে খেলাধুলায় অসামান্য অবদান রাখায় ভারত সরকারের অর্জুন অ্যাওয়ার্ড প্রদান।
* ২০১০ সালের অক্টোবরে খেলাধুলায় অসাধারণ কৃতিত্ব রাখার জন্য লন্ডনে দ্য এশিয়ান অ্যাওয়ার্ডসের পিপলস চয়েস অ্যাওয়ার্ড পান।
* ২০১১ সালের ২৮ জানুয়ারি ‘ক্যাস্ট্রল ইন্ডিয়ান ক্রিকেটার অব দ্য ইয়ার’ হন।
* ২০১৩ সালে পান ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারতরত্ন।
Discussion about this post