অনেক অনিশ্চয়তা পেছনে ফেলে অবশেষে ঢাকা আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে রাজধানীতে পা রাখবেন স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই খবর নিশ্চিত করেছে।
জানা গেছে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা।
তার আগেই অবশ্য অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের দুই অগ্রবর্তী দল বাংলাদেশে এসে গেছে। তারা এরইমধ্যে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে। মিরপুর ও ফতুল্লার মাঠ পর্যবেক্ষণ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল।
বিসিবি জানিয়েছে, শুক্রবার রাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিমানবন্দরে নামার পর মিডিয়ার সঙ্গে কোনো কথা বলবেন না। শনিবার বেলা তিনটায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন অজি ক্রিকেটারদের কেউ একজন।
সফরে অতিথিরা নিচ্ছিন্দ্র নিরাপত্তা পাবে। এর আগে ইংলিশ ক্রিকেট দলকেও রাস্ট্রনায়কদের মতো মতো নিরাপত্তা দেয়া হয়েছিল। পরে এনিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করে। বিশ্ব পরিস্থিতির কথা চিন্তা করে অজিদের জন্যও তেমন নিরাপত্তা থাকছে।
২০০৬ সালের পর আবার টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচের পর আগামী ২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।
Discussion about this post