শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব। যেখানে স্বাগতিক সিলেট সিক্সার্স খেলেছে সবচেয়ে বেশি ম্যাচ। এরমধ্যে ৪ ম্যাচে তিন জয় নিয়ে এবারের আসরের নতুন দলটি আছে পয়েন্ট টেবিলে সবার উপরে। জয়ের দেখা না পাওয়ায় পাওয়া দল রাজশাহী কিংস আছে তলানিতে। দু’টি ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি তারা।
জয় দিয়েই বিপিএলের পঞ্চম আসর শুরু করে নতুন ফ্রাঞ্চাইজিতে মাঠে নামা সিলেট। তারা হারিয়ে দেয় চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে। তাদের থামাতে পারে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। রোমাঞ্চকর ম্যাচ জেতার পর রাজশাহী কিংসকে বিশাল রানের নিচে চাপা দেয় নাসিরের দল। উড়তে থাকা সিলেট শেষ ম্যাচে এসে ধরাশায়ী হয়েছে হিসেবের বাইরে থাকা আরেক দল খুলনা টাইটান্সের কাছে। তবুও চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নাসিরের দল আপাতত টেবিল শীর্ষে।
রংপুর রাইডার্স প্রথম ম্যাচেই জয় তুলে নেয়। তারা হারিয়েছিল রাজশাহী কিংসকে। পরের ম্যাচে হেরে যায় ভাইকিংসদের কাছে। এর ফলে পয়েন্ট টেবিলে চার নম্বর অবস্থান তাদের। ভাইকিংসরা আছে পাঁচে। এক জয়ের পাশাপাশি এক হারে অর্জিত পয়েন্ট ২। কিন্তু নেট রান রেট ঋণাত্মক থাকায় তাদের অবস্থান পেছনের সারিতে।
শনিবার থেকে বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিলেটের মতো এখানেও হবে রান উৎসব। এমনটাই পিচ কিউরেটররা জানিয়ে দিয়েছেন।
Discussion about this post