দারুণ দাপটে এগিয়ে যাচ্ছে সাকিব আল হাসানের দল। রাজস্থান রয়্যালসকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। গত রোববার রাতে রাজস্থানকে ১১ রানে হারাল হায়দরাবাদ। ১৫২ রান সামনে রেখে খেলতে নেমে ১৪০ রান তুলে আটকে যায় অজিঙ্কা রাহানের দল।
আইপিএলের এই জয়ে ৮ ম্যাচে হায়দরাবাদের অর্জন ১২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রাজস্থান। রাজস্থান রয়্যালসকে হারিয়ে শীর্ষে এখন সানরাইজার্স হায়দরাবাদ।
জয়পুরে রোববার সাকিব অবশ্য ব্যাটে-বলে নিজেকে মেলে ধরতে পারেন নি। ব্যাট হাতে জফরা আর্চারের ইয়র্কারে বোল্ডে ফিরে যান ৬ বলে ৬ রানে। আর তার দল তুলে ৭ উইকেটে ১৫১ রান। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। বাসিল থাম্পির ওভারে ৯ রান তুলে রাজস্থান। আগের ম্যাচে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব এদিন বল হাতে অনেকটাই ব্যর্থ। ৪ ওভারে ৩০ রান দিয়ে তুলে নিতে পারেন নি।






Discussion about this post