মেহেদী হাসান মিরাজ এখন শুধু একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারই নন, হয়ে উঠছেন বাংলাদেশের ক্রিকেটে পরবর্তী ‘আইকন’ চরিত্র। সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি প্রমাণ করেছেন, বড় মঞ্চে চাপ সামলে ব্যাটে-বলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাঁর আছে। তবে তার থেকেও বেশি আলো ছড়াচ্ছে তাঁর চিন্তাভাবনায়-যেখানে উচ্চাকাঙ্ক্ষা আর বিনয় পাশাপাশি হাঁটে।
টেস্টে ২০০ উইকেট ও ২০০০ রান পূর্ণ করে আজ মিরাজ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা। মিরপুরে সেই সম্মাননা হাতে নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। (অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে) এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে।’
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে তিনি উঠে এসেছেন আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই নম্বরে। তার পয়েন্ট ৩২৭, সামনে আছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা (৪০০ পয়েন্ট)। কিন্তু এই শীর্ষস্থান পাওয়ার স্বপ্ন মিরাজ দেখেন ধাপে ধাপে এগিয়ে যাওয়ার ভেতর দিয়ে, ‘লক্ষ্য তো অবশ্যই অনেক ওপরে যাওয়ার। ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফর্ম করতে হবে। তবে ওভাবে অনেক বড় চিন্তা করছি না। ছোট ছোট করে এগোতে চাই।’
৫৩ টেস্টে মিরাজ করেছেন ২ হাজার রান ও নিয়েছেন ২০৫টি উইকেট। বাংলাদেশের হয়ে টেস্টে বেশি উইকেট আছে শুধু সাকিব আল হাসান (২৪৬) ও তাইজুল ইসলামের (২২৮)।
মিরাজ বলেন, ‘এ রকম মাইলফলক (দেশের সর্বোচ্চ উইকেটশিকারি) হলে তো অবশ্যই ভালো লাগবে। বাংলাদেশের জন্য কিছু করতে পারলে ভালো লাগেই। শর্টকাটের কিছু নেই, লম্বা পথ যেতে হবে।’
Discussion about this post