টেস্ট সিরিজে ছুটি নিয়ে খেলেন নি। এরপর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ঠিকই দলের সঙ্গে আছেন সাকিব আল হাসান। কিন্তু দুটি ম্যাচ খেলে ফেললেও তাকে সেভাবে চেনা যায় নি। তারই পথ ধরে এবার সাকিব আল হাসানের ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজের উঠে গেলেন শীর্ষে। সাকিব নেমে গেছেন দুই নম্বরে। বর্তমানের তার পয়েন্ট এখন ৩৪৫। ৩৬০ পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান এখন হাফিজ।
বোলারদের র্যাংকিংয়ে সাকিব একধাপ এগিয়ে আছে ১৯ নম্বরে। পেস বোলার রুবেল হোসেনও এগিয়েছেন। ৭ ধাপ এগিয়ে রয়েছেন ৬১ নম্বরে। এবি ডি ভিলিয়ার্স বাংলাদেশের বিপক্ষে ১০৪ বলে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ওয়ানডেতে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠেছেন। অপরদিকে মুশফিকুর রহীমও এগিয়েছেন র্যাংকিংয়ে। ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৮ নম্বরে।
ভিলিয়ার্স পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে।৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন অজি ওপেনার ওয়ার্নার। ১২ রেটিং পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছেন ভারত অধিনায়ক কোহলি।দুইধাপ এগিয়েছেন পাকিস্তানের তারকা বাবর আজম আছেন চার নম্বরে। তিনধাপ এগিয়ে পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। একধাপ নেমে ছয়ে আছেন জো রুট। দুইধাপ নেমে সাত নম্বরে ভারতের ওপেনার রোহিত শর্মা। একধাপ পিছিয়ে দশ নম্বরে প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস।
ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে পাকিস্তানের হাসান আলীর। ছয় ধাপ এগিয়ে শীর্ষে আছেন তিনি। প্রথমবারের মতো ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ডানহাতি এ পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে দু’দিন আগেই ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজ জেতান তিনি।
Discussion about this post