ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মরণ ব্যাধি করোনাভাইরাস পুরো পৃথিবী থমকে গেছে। যার ছোঁয়ার সব ধরণের ক্রিকেটও বন্ধ। করে আবার খেলোয়াড়েরা চেনা পরিবেশে ফিরবেন বলা মুশকিল। ঠিক তখনই মুখ খুললেন বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্রিকেটার কোনভাবেই চান না তাড়াহুড়ো করে শিষ্যদের মাঠে ফেরাতে। এজন্য তিনি পর্যাপ্ত সময় চান।
করোনার কারণে একাধিক সিরিজ স্থগিত হয়ে গেছে বাংলাদেশের। তাই আগামী জুন পর্যন্ত কোন খেলা নেই টাইগারদের। এদিকে আবার আগস্টে তামিম-মুমিনুলদের নিউজিল্যান্ড সিরিজও অনিশ্চিত। ডমিঙ্গো বিশ্বাসী, আবার মাঠে ক্রিকেট ফিরবে। কিন্তু ঠিক মতো প্রস্তুতি না নিয়ে তিনি খেলা শুরুর পক্ষে নন, ‘আন্তর্জাতিক ক্রিকেট আবার কবে শুরু হবে আমরা সত্যি জানিনা। আর খেলা শুরুর আগে আমাদের শারীরিক ও টেকনিকের দিক থেকে প্রস্তুত হতে হবে। আমার কাছে মনে হয়, ক্রিকেটারদের শারীরিকভাবে ফিট থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সবাই ব্যক্তিগতভাবে অনুশীলন করছে। তবে লকডাউন ক্রিকেটারদের শারীরিক প্রস্তুতির ব্যাপারটা কমিয়ে দিচ্ছে। সুতরাং ফিট হয়ে মাঠে নামাটা গুরুত্বপূর্ণ।’
গত মার্চ থেকেই মাঠের বাইরে ক্রিকেটাররা। যে কারণে ফিটনেস ধরে রাখতে সমস্যায় পড়েছেন তারা। তাই পরিস্থিতি ঠিক হলে আগে এদিকটাতে নজর দিতে চান ডমিঙ্গো। তারপর তার চিন্তায় মাঠের ক্রিকেট। এরইমধ্যে এ বার্তায় বিশ্ব ক্রিকেটে ছড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্রিকেটার, ‘মাথায় রাখতে হবে, ক্রিকেটাররা অনেকদিন খেলার মধ্যে নেই। এমনকি নেটেও তারা প্রস্তুতি নিতে পারছে না। তাদের তাই শারীরিক, মানসিক প্রস্তুতির ব্যাপার আছে। টেকনিক্যাল ব্যাপারও আছে। আমি তাই মনে করি, তাড়াহুড়ো করে সিরিজ শুরু করা ঠিক হবে না।’
করোনার কারণে একদিক দিয়ে ভালোয় হয়েছে সাকিব আল হাসানের। নিষিদ্ধ এ ক্রিকেটার সব কিছু ঠিক থাকলে মাঠে ফিরবেন আগামী অক্টোবরে। তার আগে বাংলাদেশের বেশ কয়েকটি সিরিজও হয়ে গেছে স্থগিত। এসব সিরিজ আবার সময় সুযোগ বুঝে মাঠে গড়াতে পারে। তাই তখন খেলতে পারবেন সাকিব। ব্যাপারটিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন ডমিঙ্গো।
Discussion about this post