মুশফিকুর রহীমকে ঘিরে শিরোপায় চোখ রাখছে লিজেন্ডস অব রুপগঞ্জ। গত আসরে দুর্দান্ত শুরুর পর আম্পায়ারিংসহ নানা কারণে শেষটা ভাল হয়নি সাবেক চ্যাম্পিয়নদের। কিন্তু এবার ঢাকা প্রিমিয়ার লিগে ট্রফিতেই চোখ আছে তাদের। তবে শুরুতে লক্ষ্য সুপার লিগ। বৃহস্পতিবার দলের তারকা ব্যাটসম্যান নাঈম ইসলাম গণমাধ্যমে যেমনটা বললেন, ‘দেখুন, আমাদের প্রথম লক্ষ্য থাকবে সুপার লিগ কোয়ালিফাই করা। তারপর ম্যাচ বাই ভাববো। কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ।’
দলে মুশফিকুর রহীম থাকায় সবারই আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে। সঙ্গে থাকবেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা তুষার ইমরান। নাঈম জানাচ্ছিলেন, ‘এবার আমাদের দল অনেক ভালো হয়েছে। আশা করছি ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।’
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট লিগ। ১২ দলের লড়াই! ৭ ফেব্রুয়ারি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে লিজেন্ডস অব রুপগঞ্জের।
দলে যারা আছেন
লিজেন্ডস অব রূপগঞ্জ: মুশফিকুর রহিম, আব্দুল মজিদ, তুষার ইমরান, অভিষেক মিত্র, মোহাম্মদ শহীদ, নাঈম শেখ, নাজমুল হোসেন মিলন, মেহেদী হাসান, সালাউদ্দিন পাপ্পু, রুবেল মিয়া, মোশাররাফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরিফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম।
Discussion about this post