মেজাজ ধরে না রাখতে পারার খেসারত শেষ পর্যন্ত গুনতেই হল সাকিব আল হাসানকে। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ঢাকা ডায়নামাইটসের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেয়া হয়েছে।
ঘটনা মঙ্গলবার রাতের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইটানস ইনিংসের প্রথম ওভারে আম্পায়ারের একটি সিদ্ধান্ত মনঃপুত হয়নি সাকিবের। আবু জায়েদের বল আন্দ্রে ফ্লেচারের পায়ে এসে লাগলে এলবিডব্লিউর আবেদনে করে ঢাকা। তাতে আম্পায়ার সাড়া না দিলে সাকিবসহ অন্য ক্ষিপ্ত হয়ে উঠেন।
এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে অভিযোগ করেন দুই আম্পায়ার মাহমুদ ও নাদির শাহ। সঙ্গে সমর্থন দেন তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান।
এরপরই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয় সাকিবকে। পাশাপাশি নামের পাশে যোগ হল দুটি ডিমেরিট পয়েন্ট। অবশ্য সাকিব শুনানির আগেই দোষ স্বীকার করে নেন।
Discussion about this post