ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সোমবার জয় পেল আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর।নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারাল আবাহনী।
বিকেএসপিতের তিন নম্বর মাঠে এদিন প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে পারটেক্স ২৩৪ রান করে। জবাবে ৩৮.৩ ওভারে লক্ষ্য পৌঁছে যায় আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর-
পারটেক্স: ৫০ ওভারে ২৩৪/৭ (শুক্কুর ১, সাজ্জাদ ৪৪, তারিক ২৫, যশপাল ৩৩, শাহানুর ১৯, জুবাইর ৫০, জাকারিয়া ২৫, রাজিবুল ৮, মাসুম ১৩*; তাসকিন ১/৪৬, সাইফুদ্দিন ২/৫৬, শুভগত ২/৪৫, সানজামুল ১/৩০, সাকলাইন ০/৪৮, মাহমুদউল্লাহ ০/২)।
আবাহনী: ৩৮.৩ ওভারে ২৩৭/৩ (উদয় ৯, লিটন ২০, শান্ত ১০১*, মাহমুদউল্লাহ ৭৭, মোসাদ্দেক ২৩*; মামুন ১/২০, মাসুম/৪৫, হাফিজ ১/২৭, রাজিবুল ১/৩২, শাহানুর ০/২৯, যশপাল ০/২৮, জুবাইর ০/১১, জাকারিয়া ০/৩৭, সাজ্জাদ ০/৭)।
ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
###########
দিনের আরেক ম্যাচে আরাফাত সানির ঘূর্নি ও ইমতিয়াজ হোসাইনের ব্যাটে ভর করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে প্রাইম দোলেশ্বর। ৪ উইকেটে জয়ী ম্যাচে দোলেশ্বরের নায়ক আরাফাত সানি। জেল থেকে ফিরে চমক ধরে রেখেছেন তিনি। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর সোমবার ১০ ওভারে ৪৫ রানে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স: ৫০ ওভারে ২৪৬/৯( মিজানুর ৫৬, জুনায়েদ ৮৭, মাইশুকুর ৪৭; সানি ৪/৪৫, শরিফুল্লাহ ২/৪৭, এনামুল ২/৪৫)
দোলেশ্বর: ৪৮.৩ ওভারে ২৪৭/৬( ইমতিয়াজ ৯৯, মজিদ ৪৫, মার্শাল ৩৩, সাইফুল্লাহ ২*, রেজা ১৩*; সাদ্দাম ৩/৫৫, নিহাদুজ্জামান ২/৫০, নাঈম ১/২১)
ফল: দোলেশ্বর ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইমতিয়াজ হোসেন
Discussion about this post