অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে একদিবসীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৬ উইকেটে হারালো বাংলাদেশ দল।
বুধবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কা ৫০ ওভারে করে ২৫৫ রান। জবাবে নেমে বাংলাদেশ জিতে যায় ৩২ বল বাকি রেখে।
শান্ত ক্যারিয়ার সেরা ১২২ রানে অপরাজিত থাকেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১২৯ রানের ইনিংসে ১৩ চারের সঙ্গে দুটি ছয় মারেন টাইগার অধিনায়ক।
মুশফিক অপরাজিত ৮৪ বলে ৭৩ রান করে।
১৭৫ বলে ১৬৫ রানের জুটি গড়েন তারা। পঞ্চম উইকেট যা দেশের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রান।
চট্টগ্রামের মাঠেই সিরিজের পরের ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৫৫ (নিশাঙ্কা ৩৬, আভিশকা ৩৩, কুসাল মেন্ডিস ৫৯, সামারাউইক্রামা ৩, আসালাঙ্কা ১৮, লিয়ানাগে ৬৭, হাসারাঙ্গা ১৩, থিকশানা ১, মাদুশান ৮, কুমারা ৫*, মাদুশাঙ্কা ০; শরিফুল ৯.৫-১-৫১-৩, তাসকিন ১০-১-৬০-৩, ৮.৪-০-৪৪-৩, তাইজুল ৮-০-৫৪-০, মিরাজ ১০-১-৩৩-১, সৌম্য ২.২-০-১১-০)।
বাংলাদেশ: ৪৪.৪ ওভারে ২৫৭/৪ (লিটন ০, সৌম্য ৩, শান্ত ১২২*, হৃদয় ৩, মাহমুদউল্লাহ ৩৭, মুশফিক ৭৩*; মাদুশাঙ্কা ৮-১-৪৪-২, মাদুশান ৮-০-৫৩-১, কুমারা ৬-০-৩৫-১, থিকশানা ৯.৪-০-৪৭-০, হাসারাঙ্গা ৮-০-৫৪-০, লিয়ানাগে ৫-০-২২-০)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা : নাজমুল হোসেন শান্ত।
Discussion about this post