ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্লাটুনকে রান পাহাড়ে নিয়ে গিয়েছিলেন মুমিনুল হক ও মেহেদি হাসান। মনে হচ্ছিল বঙ্গবন্ধু বিপিএলে লিগ পর্বে শেষ ম্যাচটা সহজেই জিতবে মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু কে জানতে এমন জবাব দেবেন নাজমুল হোসেন শান্তও। তিনি খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। হাঁকালেন এক সেঞ্চুরি। সঙ্গে মেহেদী হাসান মিরাজ দিলেন সঙ্গ। তার পথ ধরে ইতিহাস গড়ল খুলনা টাইগার্স।
ইতিহাস জানাচ্ছে-বিপিএলে প্রথম দল হিসেবে দুইশ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জয় পেল খুলনা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল মুশফিকুর রহিমের দল। ২০৬ রানের লক্ষ্যে নেমে দল জয় পায় ১১ বল বাকি থাকতেই।
বিপিএলের দ্বিতীয় আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৯৮ রানের লক্ষ্য তাড়া করে জেতে সিলেট রয়্যালস। এটিই ছিল বিপিএলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এবার নতুন উচ্চতায় খুলনা।
এমন স্বপ্নের জয় এনে দিতে একজনই দারুণ লড়লেন। তিনি নাজমুল হোসেন শান্ত। দুঃসময় কাটিয়ে শতকে ফিরলেন কক্ষপথে। ক্যারিয়ার সেরা অপরাজিত ৫৪ ছাড়িয়ে শান্ত করেন ১১৫ রান। ৫৭ বলে এই ইনিংস খেলেন তিনি। ২৭ বলে ফিফটি। আর ৫১ বলে তুলে নেন টি-টুয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি।
এর আগে ঢাকা প্লাটুনের হয়ে মেহেদি হাসান ৩৬ বলে ৩ ছক্কা ৫ বাউন্ডারিতে অপরাজিত ৬৮ রান। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৯১। ৯ রানের জন্য সেঞ্চুরি পেলেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
এবার বঙ্গবন্ধু বিপিএলে শিরোপার লড়াই। সোমবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রেঞ্জার্সের সঙ্গে লড়বে খুলনা। একই দিন এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ঢাকা প্লাটুন!
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ২০৫/৪ (তামিম ১, মুমিনুল ৯১, এনামুল ১০, জাকের ১৪, মেহেদি ৬৮*, থিসারা ৬*; আমির ৪-০-৩৫-১, ফ্রাইলিঙ্ক ৪-০-৩৫-২, শহিদুল ৩-০-৩৭-০, শফিউল ৪-০-৫০-১, মিরাজ ২-০-২২-০, আমিনুল ৩-০-২১-০)
খুলনা টাইগার্স: ১৮.১ ওভারে ২০৭/২ (শান্ত ১১৫*, মিরাজ ৪৫, রুশো ২৩, মুশফিক ১৮*; মেহেদি ৪-০-৩৯-১, মাশরাফি ৩-০-২৬-০, আশরাফ ৩-০-৪৭-০, মাহমুদ ৩.১-০-৪৩-০, শাদাব ৪-০-৩২-১, থিসারা ১-০-২০-০)
ফল: খুলনা টাইগার্স ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
Discussion about this post