ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অমিত সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল তার পথচলা শুরু। অবশ্য এরপর আর ছন্দ ধরে রাখতে পারছেন না তিনি। ব্যাট হাতে সিনিয়রদের ক্রিকেটে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। বয়স ভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত খেলে জাতীয় দলে জায়গা করে নিলেও সাফল্যের দেখা মিলছে না। এমন কী এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ব্যাটে নেই রান। তবে তার এমন ব্যর্থতায় চিন্তিত নন জাতীয় দলের নির্বাচক ও খুলনা টাইটানসের উপদেষ্টা হাবিবুল বাশার সুমন।
২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক নাজমুলের। গত সেপ্টেম্বরে দেশের জার্সিতে এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেন তিনি। কিন্তু করেন মাত্র ২০ রান। গত বছরের নভেম্বরে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছেন। রান ৫ ও ১৩। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে চার ম্যাচে পাননি বড় রান। সেই এবারের বিপিএলে খুলনা টাইটানসের হয়ে চার ইনিংস করেন মাত্র ৩১ রান।
সত্যিকার অর্থে রান খরায় আছেন শান্ত। যাকে কীনা বয়সভিত্তিক ক্রিকেটে সেরাদের একজন বলা হচ্ছিল। কিন্তু জাতীয় দলে জায়গা পেয়ে সুযোগটা কাজে লাগাতে পারছেন না। হাবিবুল বাশার জানালেন, ‘ও রান করছে না সেটাই সমস্যা, আর কিছু না। আমার মনে হয় সে সবকিছুই পারফেক্ট করে। আমরা যখন অনুশীলন করি, তখন সবকিছু সে ঠিকমতো করে। এজন্যই সব কোচরা ওকে নিয়ে আশার কথা বলে থাকেন। যে কোচই আসুক না কেন, সবার আগে শান্তকে নিয়েই বলেন যে সে একজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার।’
নাজমুল হোসেন শান্ত ব্যর্থতার পরও জায়গা পাচ্ছেন দলে। তবে তাকে খুব বেশি দিন টানবে দল। রানে ফিরতেই হবে। বাশার জানাচ্ছিলেন, ‘আপনি যতই প্রতিশ্রুতিশীল হন, ম্যাচে যদি রান না করেন, তাহলে সবার জন্যই মুশকিল। ওকে আমরা সুযোগ দিচ্ছি। আশা করছি অবশ্যই ও রান করবে। কারণ ওর কোনও কিছু নিয়েই সমস্যা নেই, শুরু রান করা ছাড়া।’
Discussion about this post