বিপিএলের মাঠে যখন বল গড়ায়, তখন শুধু ক্রিকেট নয়-ভক্তদের নজর থাকে তারকাদের দিকেও। আর সেই তারকাদের তালিকায় গত আসরে সবচেয়ে উজ্জ্বল নাম ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হয়ে বিপিএলে গ্ল্যামার যোগ করেছিলেন তিনি। কিন্তু নতুন আসরের আগমুহূর্তে প্রশ্ন জেগেছে-শাকিব কি থাকছেন ঢাকার সঙ্গে?
গুঞ্জনের সূত্রপাত মূলত ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ রিমার্ক হারল্যানের সঙ্গে শাকিবের বর্তমান সম্পর্ক নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা থেকে। শাকিব খান দীর্ঘদিন ধরে রিমার্কের হয়ে কাজ করলেও এবার সেই সংযোগে ছেদ পড়তে পারে-এমনটাই আভাস দিচ্ছে ঘনিষ্ঠ মহল। ফলে শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে থাকা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না মিললেও কিছুটা দ্বিধাভরা সুরে কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের এক্সিকিউটিভ ডিরেক্টর ও অভিনেতা ইমন। তিনি বলেন, ‘আমি শুধু শুনেছি, নিশ্চিত কিছু বলতে পারি না। শাকিব ভাই থাকছেন কি না, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। রিমার্ক হারল্যানের সঙ্গে সম্পর্ক আগেও ভালো ছিল, এখনও ভালো আছে। ভবিষ্যতেও থাকবে বলে বিশ্বাস করি। কিন্তু শাকিব ভাই বিপিএলে থাকবেন কি না-এই বিষয়ে আমার মন্তব্য করার সুযোগ নেই।’
শাকিব খান যদি এবার ঢাকার সঙ্গে না থাকেন, তাহলে বিপিএলের একটি আকর্ষণ কিছুটা হলে কমে যাবে-এ বিষয়ে একমত অনেক ক্রিকেটপ্রেমীরা!
Discussion about this post