ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আজকের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে মাত্র ৬৯ রানে অলআউট করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রাজা, শেখ মেহেদী এবং তানভির ইসলামের দাপুটে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শাইনপুকুর।
লিজেন্ডস অব রূপগঞ্জের বোলাররা শাইনপুকুরের ব্যাটসম্যানদের প্রতি দুর্দান্ত চাপ সৃষ্টি করেন। তিনটি করে উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা এবং তানভির ইসলাম, আর দুইটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদী হাসান।
শাইনপুকুরের ইনিংসে ওপেনার মইনুল ইসলাম তন্ময় ১৮ রান করেন, তবে তার ব্যাটিং ছিল দলের জন্য একমাত্র উল্লেখযোগ্য ইনিংস। এছাড়া নিয়ন জামান ১৪ রান করেন এবং ফারজান আহমেদ ও আল ফাহাদ ১০ রান করে আউট হন। বাকি ব্যাটসম্যানরা একেবারেই ব্যর্থ হন, দুই অঙ্কে পৌঁছাতে পারেননি কেউই।
শেষ পর্যন্ত ২৫.৫ ওভারে শাইনপুকুর ৬৯ রানে অলআউট হয়।
Discussion about this post