ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যে কোনো ব্যাটসম্যানের জন্য বিশেষ করে টেস্টে শর্ট বল অনেকটাই মাথা ব্যথার কারণ হয়ে দেখা দেয়। তারপরও বিশ্বের বেশিরভাগ দেশের ব্যাটসম্যানরাই শর্ট বল মোকাবিলায় করেই বড় বড় ইনিংস খেলেছেন। রেকর্ডও গড়েছেন। তবে এ ফরম্যাটের ক্রিকেটে শর্ট বল বাংলাদেশের ক্রিকেটারদের যেন বেশিই ভোগায়। আর তা চোখে ধরা পড়েছে ভারতীয় পেসার মোহাম্মদ শামির।
শর্ট বল খেলতে না পারাই অযথাই ভুল-ভাল শট খেলে ফেলেন ব্যাটসম্যানরা। মোহাম্মদ শামি ঠিক এমনটাই মনে করেন। গত বছর নভেম্বরে ইডেন গার্ডেনসে গোলাপি বলে দিবারাত্রির টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে টানা বাউন্সারে বাংলাদেশের ব্যাটসম্যানরা অহেতুক ভয় পেয়েছে বলেই মনে করেন ভারতের এ পেসার, ‘বোলিংয়ে ফেরার পর শর্ট বল মারার সিদ্ধান্ত নেই। খেয়াল করে দেখেছি কেউ টানা শর্ট বল করলে বাংলাদেশের ব্যাটসম্যানরা অহেতুক ভয় পায়। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। যা বলার তা বলতেই হবে।’
গত বছর ইডেনে গোলাপি টেস্টে ভারতীয় পেসারদের বাউন্সারের মুখে পড়েছিল মুমিনুল হকের বাংলাদেশ। প্রথম দিন শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস ও নাঈম হাসান। ইশান্ত শর্মার বাউন্সারে মাথায় আঘাত পান মোহাম্মদ মিঠুন। মুশফিকুর রহিম পর্যন্ত ভড়কে গেছেন উমেশ যাদবের বাউন্সারে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ১৯ উইকেট নিয়েছিল ভারতের পেসাররা। তাইতো শামি এবার বলেই দিলেন, শর্ট বলে অহেতুক ভয় পায় টাইগাররা। এবার দেখা যাক তার কথা কতটা কানে যায় মুমিনুলদের।
Discussion about this post