জাতীয় দলে নেই অনেক দিন হল। তারপরও মোহাম্মদ শরীফ ঠিকই আগুণ ঝরানো বোলিং উপহার দিয়ে যাচ্ছেন। সোমবার তার বোলিংয়ে তছনছ হয়ে গেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তাকে যোগ্য সঙ্গ দিলেন মোহাম্মদ শহীদ। এই দুই পেসারের তোপে ১৯০ রানে অলআউট গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরপর সেই লক্ষ্যটা সহজেই টপকে গেল লিজেন্ডস অব রুপগঞ্জ। ৫ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সাবেক চ্যাম্পিয়নরা।
আগের রাতে ছিল অঝোর ধারার বৃষ্টি। তাইসকালে মাঠ ছিল কিছুটা ভেজা। যে কারণে বিকেএসপির তিন নম্বর মাঠে খেলা শুরু হতে দেরী হয়। টস জেতা লিজেন্ডস অব রূপগঞ্জের প্রথমে বল করতে নামে। ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ বল আগেই মাত্র ১৯০ রানে অলআউট। ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে লিজেন্ডসরা।
বল হাতে আগুন ঝরালেন মোহাম্মদ শরীফ। রূপগঞ্জের এ পেসার প্রতিপক্ষকে ঘায়েল করতে একাই নিয়েছেন ৬টি উইকেট। এরমধ্যে শেষ দিকে এসে হ্যাটট্রিক তুলে নেন তিনি। ৬.৪ ওভারে মাত্র ৩৩ রান দেন। অন্যদিকে আরেক পেসার মোহাম্মদ শহীদ ৭ ওভারে ৩২ রানে নেন ৩টি উইকেট।
গাজীর সেই লক্ষ্য ছুঁতে অবশ্য শুরুতেই ধাক্কা খায় রূপগঞ্জ। ৭ রানেই ওপেনার মোহাম্মদ নাঈমকে হারায়। ইনিংসের ৫ম ওভারের দ্বিতীয় বলে ছন্দে থাকা আব্দুল মজিদ পথ ধরেন সাজঘরের পথ। সেখান থেকে ডিপিএল সাবেক চ্যাম্পিয়নদের হাল ধরেন অধিনায়ক নাঈম ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তারা গড়েন ৪৮ রানের জুটি। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্পিনার নাঈম হাসান। ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় বলে এ বাঁহাতি এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন নাঈমকে (৩৯)। এক বল পরই তার ঘূর্ণিতে প্রলুব্ধ হয়ে কট অ্যান্ড বোল্ড হয়ে মুশি (২২) ফিরে যান।
এরপর পারভেজ রসুল ও অভিজ্ঞ তুষার ইমরান দলকে পথ দেখান। ১০০ বলে ১০২ রানের দারুণ জুটি গড়েন তারা। ৪৬ বলে ৩ চারে ৪৮ রানে আউট হন তুষার। ৫৭ বলে ৫ চার ও ২ ছয়ে ম্যাচ জয়ী ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন রসুল।
গাজী গ্রুপের বিপক্ষে এ জয়ে নিজেদের ৬ ম্যাচের ৪টিতেই জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। অন্যদিকে নিজেদের ছয় ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী লিমিটেড।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩২.৪ ওভারে ১৯০/১০ (আব্দুল্লাহ ১০, ইমরুল ২২, মুমিনুল ০, মনোজ ২২, নাদিফ ৭৫, অনিক ৩৭, মেহেদি ৫, হায়দার ৭, রাজিব ৫, নাইম ০*; শহীদ ৩/৩২, রসুল ১/৪২, নাইম ০/৮, শরীফ ৬/৩৩, আফিস ০/২৭, মোশাররফ ০/৪৩)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৩২.১ ওভারে ১৯১/৫ (মজিদ ২৩, মোহাম্মদ নাঈম ০, নাঈম ইসলাম ৩৯, মুশফিকুর ২২, তুষার ৩৮, রসুল ৬১*, মিলন ০*; হায়দার ১/৩২, রুহেল ০/২৩, মেহেদি ১/২৭, রাজিব ০/৩৯, মুমিনুল ০/১৪, নাইম হাসান ৩৮/৩)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ শরীফ
Discussion about this post