ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৯ উইকেটের অনায়াস জয় পেয়েছে ব্রাদার্স ব্রাদার্স ইউনিয়ন। বল হাতে নৈপুণ্যের দ্যুতিতে মাঠ মাতিয়েছেন জিম্বাবুইয়ান বাঁহাতি স্পিনার শন উইলিয়ামস। ঢাকার ক্লাব ক্রিকেটে প্রথম খেলতে নেমেই দারুণ হ্যাটট্রিক করেছেন উইলিয়ামস।
সোমবার ছয় নম্বর বোলার হিসেবে বল করতে গিয়ে সাত ওভারে হ্যাটট্রিকসহ ২৫ রানে ৭ উইকেট দখল করেছেন এ জিম্বাবুইয়ান। রোববার জিম্বাবুয়ে থেকে উড়ে রাতটুকু বিশ্রাম নিয়ে মাঠে নামা। তারপর বল হাতে জাদুকর স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল।
সবচেয়ে মজার বিষয় হল, তার হ্যাটট্রিকের তিন শিকারের দু’জনই স্বদেশি; মানে জিম্বাবুইয়ান। প্রথম আউট হয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। তিনি ২৭ বলে ৩৭ রান করে সানজামুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দ্বিতীয় শিকার হন সাগির হোসেন পাভেল। আর তৃতীয় ও হ্যাটট্রিকের শিকার হন আরেক জিম্বাবুইয়ান সিকান্দার রাজা। তিনি পরিষ্কার বোল্ড হন। এমন স্পিন ভেল্কির পর প্রতিপক্ষের করুণ পরিণতি ছাড়া আর কিইবা হতে পারে? বৃষ্টির কারণে ৩৪ ওভারে ছোট হয়ে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪৮ রানেই সব উইকেট হারায় কলাবাগান ক্রিকেট একাডেমি। এরপর তামিম ৭ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৬৫ বলে ৯৫ রানের টর্নেডো ইনিংস খেললে ১১.৩ ওভার আগেই লক্ষ্যে পৌঁছে ব্রাদার্স ইউনিয়ন।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি : ১৪৮/১০, ৩২.১ ওভার (মিজানুর ২০, সিবান্দা ২৫, মাসাকাদজা ৩৯, শরীফ উল্লাহ ৩০, দেওয়ান ২০; শন উইলিয়ামস ৭/২৫, ম্যাথুস ২/২৭)।
ব্রাদার্স : ১৫৪/১, ২২.৩ ওভার (তামিম ৯৫*, ইমতিয়াজ ১৪, নাফিস ইকবাল ৩৬*)।
ফল : ব্রাদার্স ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা : শন কলিন্স উইলিয়ামস।
Discussion about this post