ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের শুরুটা তেমন ভাল ছিল না তার। তবে সময়ের সঙ্গে পথ চলে ঠিকই নিজেকে ফিরে পেলেন মুস্তাফিজুর রহমান। একেবারে শেষ ম্যাচে এসে পাকিস্তানের বিপক্ষে বল হাতে আগুন ঝরালেন কাটার মাস্টার। হারিস সোহেলকে ফিরিয়ে উঠে গেলেন অনন্য উচ্চতায়। ৫৪ ম্যাচে ওয়ানডেতে ১০০ উইকেট পূর্ণ করলেন দ্য ফিজ। মুস্তাফিজের তোপে পাকিস্তান তুলে ৩১৫ রান।
তার চেয়ে চেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট পাওয়ার কৃতিত্ব আছে শুধু তিনজনের। ৪৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মালিক রশিদ খান।
হারিসকে ফিরিয়ে আরো কয়েকটি অর্জন যোগ হয় বাংলাদেশের এই বোলারের ক্যারিয়ারে। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার দুই ম্যাচে ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন মুস্তাফিজ। টানা দুই ম্যাচেই ৫ উইকেট।
বিশ্বকাপে মোট ২০ উইকেট পেলেন মুস্তাফিজ। বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি আবদুর রাজ্জাকের থেকে আগের ম্যাচেই কেড়ে নেন তিনি। শুক্রবার আরো উঁচুতে উঠে গেলেন তিনি।
একইসঙ্গে ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলে ফেলেছেন মুস্তাফিজ। এর আগে বাংলাদেশিদের মধ্যে কেবল তামিম ইকবাল ও শাহাদাত হোসেনের নাম ছিল লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে।
ইতিহাস জানাচ্ছে-বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩৪ টি উইকেট সাকিবের। ৩৪ উইকেট পেতে এই স্পিনার খেলেন ৪ বিশ্বকাপ। কিন্তু মুস্তাফিজ নিজের প্রথম বিশ্বকাপেই ২০ উইকেট তুলে নিলেন! মাত্র ৮ ম্যাচে!
Discussion about this post