ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ গত এক যুগ ধরেই। এই দুইজন শুধু নিজেদের সময়েই নয়, সর্বকালের সেরাদের অন্যতম। এবার মেসিকে পেছনে ফেললেন রোনালদো। গ্লোব সকার অ্যাওয়ার্ডের একবিশং শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
দুবাইয়ে রোববার জমকালো রাতে একবিংশ শতাব্দীর মানে ২০০১ থেকে ২০২০ সালের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয়। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ ও এক সময়ের তারকা ফুটবলার রোনালদিনহোকে পেছনে ফেলেন রোনালদো।
পেশাদার ফুটবল ক্যারিয়ারের ২০ বছর পূর্তি হচ্ছে রোনালদোর। তার আগে পেলেন এই স্বীকৃতি।
২০০১ সাল থেকে ২০২০ সাল অব্দি রোনালদো জিতেছেন পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো ও উয়েফা নেশন্স লিগ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন দুটি লা লিগার ট্রফি। জুভেন্টাসের হয়ে দুটি ইতালিয়ান সিরি’আ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৩৪ গোল করেছেন রোনালদো। জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর। তার পথ ধরেই একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার হলেন সিআর-সেভেন।
এমন স্বীকৃতি পেয়ে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রোনালদো লিখেছেন, ‘আমি এ বছর আমার পেশাদার ক্যারিয়ারের ২০ বছর উদযাপন করতে যাচ্ছি। এমন সময়ে পেলাম গ্লোব সকারের শতাব্দীর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। এটা যেন আমার পেশাদার ক্যারিয়ারের ২০ বছরেরই স্বীকৃতি।’
Discussion about this post