বেশ কয়েক বছর ধরেই ছন্দে রয়েছেন তিনি। সময়ের পথ ধরে হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান। এই বছরটাও বেশ কাটছে। প্রথম দুই ম্যাচেই হাফসেঞ্চুরি। যদিও সেগুলোকে তিন অঙ্কের দেখা না পাওয়ায় আক্ষেপে পুড়ছেন তামিম ইকবাল। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সেঞ্চুরিতে চোখ এই ওপেনারের।
গত বছরের জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করেন তামিম। পরে ছয় ইনিংসের চারটিতেই করেন ফিফটি। সেঞ্চুরি পাননি একটিতেও। এখন পর্যন্ত এ বাঁহাতি ৪০টি করেছেন হাফসেঞ্চুরি। আর সেঞ্চুরি রয়েছে ৯টি। এরমধ্যে এ বাঁহাতির ৯৫ রানের ইনিংস আছে তিনটি! ৮০-এর ঘরের ইনিংস আছে পাঁচটি। এ ইনিংসগুলোকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার আক্ষেপে স্বাভাবিকভাবেই পুড়তে পারেন তিনি। যা গতকাল সংবাদ সম্মেলনে নিজেই বললেন ড্যাসিং এ ওপেনার।
তামিম বলেন, ‘সত্যি কথা, মাঝে মাঝে খারাপ লাগে। আমার আরও অনেক সেঞ্চুরি করা উচিত ছিল। সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কে যত দ্রুত নেওয়া যায়, সেই লক্ষ্য থাকবে। দুই অঙ্ক দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। ১৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছি। ৪০টা ফিফটি করেছি। এটা চিন্তা করলে হতাশাজনক, আমার আরও সেঞ্চুরি করা উচিত ছিল।’
সেই ভুলে আর পা দিতে চান না তামিম। এখন থেকে হাফসেঞ্চুরি সেঞ্চুরিতে রূপ দিতে চেষ্টা করবেন তিনি। এবার দেখে শুনে তুলে নিতে চান শতরান। আর সেটা মঙ্গলবারই যদি হয়ে যায়, মন্দ কী!
Discussion about this post