বরাবরই সহজিয়া এক চরিত্র মুমিনুল হক। কোন কিছুতেই বাড়তি কিছু প্রদর্শনের বালাই নেই। খেলে যান আপন মনে। শতরান করলেও উদযাপনে নেই চোখে পড়ার মতো উচ্ছাস! কিন্তু বুধবার উল্টো চেহারাটাই দেখা গেল এই ব্যাটসম্যানের। চ্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে শতরানের পর অনেকটাই আবেগী হয়ে উঠলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন মুমিনুল। তারপরই ছিল দেখার মত উদযাপন। শতরান ছোঁয়া শটে বল যখন বাউন্ডারিতে তখনই মুমিনুল তার মুষ্ঠিবদ্ধ হাত ছুড়লেন বাতাসে। তারপর অনেকটা ছুটে গেলেন ড্রেসিং রুমের দিকে। বাতাসে ছুড়লেন ব্যাট। তবে মুখে ছিল না হাসি। ক্ষ্যাপাটে, এ যেন অন্য এক মুমিনুল!
এদিন ব্যাট হাতেও বেশ দাপুটে ছিলেন মুমিনুল। টানা দুই বলে বাউন্ডারিতে সেঞ্চুরি তুলে নেন ৯৬ বলে। বাংলাদেশের হয়ে এটি দ্বিতীয় দ্রুততম শতক। ২০১০ সালে সালে লর্ডসে তামিমের ৯৪ বলে সেঞ্চুরি এখনো দ্রুততম। মুমিনুল ৯৮ বলে করেছেন শতরান।
মোট ২৬ টেস্টে এটি লিটল ডায়নাইমাইটের পঞ্চম টেস্ট শতক। সবশেষ ২০১৪ সালে সেঞ্চুরি করেন, প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
Discussion about this post