ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমে রীতিমতো অনায়াস জয় পেয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখের শতরানের উদ্বোধনী জুটিতে হেসে খেলে জয়। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
টেস্টের পর টি-টুয়েন্টিতেও শততম ম্যাচে জয় উদযাপন করল বাংলাদেশ। ২০১৭ সালের মার্চে পি সারা ওভালে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শততম টেস্টে জিতেছিল টাইগাররা।
বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে দারুণ শুরুর পরও অলআউট ১৫১ রানে। এরপর জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। সৌম্য-নাঈম গড়েন রেকর্ড ১০২ রানের জুটি। এরমধ্যে ৪৫ বলে ৫০ করে সৌম্য হন। নাঈম জয় তুলে নিয়ে ফেরেন ৫১ বলে ৬৩ রানে।
আবার নুরুল হাসান এ দিন ৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। জায়গাটা পোক্ত করতে লড়ছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে প্রথম ম্যাচের সেরা সৌম্য সরকার।
জয়ের পর বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার মাঠে নামবে।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ১৯ ওভারে ১৫২/১০ (মাধেভেরে ২৩, মারুমানি ৭, চাকাভা ৪৩, মায়ার্স ৩৫, রাজা ০, মুসাকান্দা ৬, বার্ল ৪, জঙ্গুয়ে ১৮, মাসাকাদজা ৪*, এনগারাভা ০, মুজরাবানি ৮; সাইফ ৪-০-২৩-০, মুস্তাফিজ ৪-০-৩১-৩, সাকিব ৪-০-২৮-১, শরিফুল ৩-০-১৭-২, মেহেদি ১-০-১৮-০, মাহমুদউল্লাহ ১-০-১৪-০, সৌম্য ২-০-১৮-১)।
বাংলাদেশ: ১৮.৫ ওভারে ১৫৩/২ (নাঈম ৬৩*, সৌম্য ৫০, মাহমুদউল্লাহ ১৫, সোহান ১৬*; মুজারাবানি, মাধেভেরে ৩-০-২৪-০, এনগারাভা ৪-০-৪৬-০, জঙ্গুয়ে ৩-০-২৮-০, রাজা ২-০-১৬-০, মাসাকাদজা ৩-০-২০-০)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: সৌম্য সরকার।
Discussion about this post