ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটের গড় পঞ্চাশের নিচে নেমে গিয়েছিল জো রুটের। যে কারণে অনেকেই সময়ের চার সেরা ব্যাটসম্যানের তালিকা থেকে তাকে বাদ দিতে চাইছিলেন। তবে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেই স্বরূপে ফিরেছিলেন তিনি। সে ধারাবাহিকতা ধরে রেখে শনিবার ক্যারিয়ারের শততম টেস্টে এ তারকা ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি গড়লেন। এমন দিনে চেন্নাই টেস্টে রান পাহাড়ে উঠেছে ইংল্যান্ড।
চেন্নাইয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমে শুক্রবার সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রুট। সে ইনিংসকেই শনিবার এ তারকা ব্যাটসম্যান রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারে এটি তার পঞ্চম ডাবল (২১৮)। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করে চলতি টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড করেছে ৮ উইকেটে ৫৫৫ রান।
সবশেষ তিন টেস্টে রুটের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ভারতে আসার আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলেন ২২৮ রানের অসাধারণ এক ইনিংস। পরের টেস্টে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে থামেন ১৮৬ রানে।
শুক্রবার যেখানে শেষ করেছিলেন শনিবার সেখান থেকেই শুরু করেন রুট। আস্থার সঙ্গে খেলে সচল রাখেন রানের চাকা। বাজে বলে তুলে নেন চার-ছয়। সে ধারাবাহিকতায় রুট ২৬০ বলে যান দেড়শ রানে। আর ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন ৩৪১ বলে। এই সময়ে তার ব্যাট থেকে আসে ১৯ চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত তিনি থামেন ২১৮ রানে।
শততম টেস্টে ডাবল সেঞ্চুরি ইনিংসের পথে রুট স্পর্শ করেন আরও কয়েকটি রেকর্ড। অ্যালেক স্টুয়ার্টকে টপকে ইংলিশদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী বনে গেলেন। ভারতের মাটিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ইংলিশ ব্যাটসম্যান রুট। আর অধিনায়ক হিসেবে প্রথম। তার ইনিংস ভারতে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে শততম টেস্টে দ্বিশতক ছিল না কোনো ব্যাটসম্যানের। এবার সেই নতুন এক অধ্যায়ের রচনা করলেন তিনি।
First batsman in the history of Test cricket to score a double century in his 100th Test – JOE ROOT 👏
Sensational innings from the England skipper!#INDvENG | https://t.co/gnj5x4GOos pic.twitter.com/IiSpElgvrH
— ICC (@ICC) February 6, 2021
Discussion about this post