মাইলফলকের টেস্টে মাঠের নামার আগে থেকেই জয়ের স্বপ্ন বুনছিল বাংলাদেশ। কলম্বো টেস্টের চতুর্থ দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে টাইগাররা। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান। শততম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে সফরকারীরা ১২৯ রানে লিড নেওয়ার এখন রঙ্গনা হেরাথের দল এগিয়ে ১৩৯ রানে। সুরঙ্গা লাকমাল ও দিলরুয়ান পেরারা আপাতত বাধা টাইগারদের।
কলম্বোয় চতুর্থ দিনের সকাল থেকেই দারুণ বোলিং করে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে একটি উইকেট নেয় টাইগাররা। কিন্তু বিরতির পর পাল্টে যায় মুশফিকের দল। সাকিব আল হাসান- মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে লঙ্কান ব্যাটিং লাইন আপ হুড়মুড় করে ভেঙে পড়ে। কিন্তু এক প্রান্ত আগলে রেখে দিমুথ করুণারত্নে সেঞ্চুরি তুলে স্বাগতিকদের লিড এনে দেন।
বাংলাদেশের সফল বোলার সাকিব-মুস্তাফিজ নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া মিরাজ ও শুভাশিষ নেন একটি কেরে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৩৮/১০
বাংলাদেশ: ১ম ইনিংস: ৪৬৭/১০
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১০০ ওভারে ২৬৮/৮ (করুনারত্নে ১২৬, থারাঙ্গা ২৬, মেন্ডিস ৩৬, চান্দিমাল ৫, গুনারত্নে ৭, ডি সিলভা ০, ডিকভেলা ৫, পেরেরা ২৬*, হেরাথ ৯, লাকমল ১৬*; শুভাশীষ ০/৩৬, মিরাজ ১/৬৭, মুস্তাফিজ ৩/৫২, সাকিব ৩/৬১, মোসাদ্দেক ০/১০, তাইজুল ১/৩১)
Discussion about this post