বুধবার শুরু হচ্ছে শচীন ফেস্টিভাল। মানে এই কিংবদন্তির ক্যারিয়ারের শেষ দুটো টেস্টের প্রথমটি মাঠে গড়াচ্ছে। কলকাতার ইডেন গার্ডেন প্রস্তুত!
মাঠের বাইরে স্থাপন করা হয়েছে শচীনের বিশাল এক স্ট্যাচু। যার নাম রাখা হয়েছে ‘স্যালুট শচীন’।
বাঙালির সেরা উত্সব দুর্গাপূজা শেষ। দিওয়ালিও শেষ হয়ে গেল। কিন্তু উত্সব শেষ হয়নি কলকাতায়। আর সেই উত্সবের মধ্যমণি শচীন টেন্ডুলকার। অবশ্য যাকে নিয়ে এত উন্মাদনা সেই ক্রিকেটারটি আপাতত তার ক্যারিয়ারের শেষের আগের টেস্ট ম্যাচটি নিয়েই ভাবছেন। ১৯৯তম টেস্টটাকে স্মরণীয় করে রাখতে চান শচীন।
এরপরই মুম্বাইয়ে ১৪ নভেম্বর শুরু শচীনের ২০০তম টেস্ট। এটি খেলেই ব্যাটিংয়ের প্রায় সবগুলো রেকর্ডের মালিক বলবেন গুডবাই! কিংবদন্তিকে বিদায় জানাতে প্রস্তুত ক্রিকেট বিশ্ব!
Discussion about this post