এই জানুয়ারিতে নির্ধারিত সময়সূচিতেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বৃহস্পতিবার দুবাইতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান জয়ন্ত ধর্মদাসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে এ সফরের নিশ্চয়তা দেন। দেশের সহিংস রাজনৈতিক অবস্থায় অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন- যথা সময়ে লঙ্কানরা আসবে তো? কারণ তারপরই তো হওয়ার কথা এশিয়া কাপ ও বিশ্বকাপ টি-টুয়েন্টি।
বৃহস্পতিবার দুবাইতে বসে আইসিসি বোর্ড সভাপতিদের সভা। তাতে আলাদা করে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছিলেন ধর্মদাসা ও নাজমুল। ওই বৈঠক শেষেই নীতিগতভাবে বাংলাদেশ সফরের নিশ্চয়তা দেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান। সভা শেষে এক বিবৃতিতে ধর্মাদাসা জানান,-‘আইসিসির ক্যালেন্ডারের প্রতি আমাদের সম্মান দেখাতেই হবে। কাজেই বাংলাদেশে আসন্ন সফরে আমরা যাব না, এমন কথা এই মুহূর্তে আমরা বলছি না। সফর যথাসময়ে, যথারীতি চলবে।’
তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দুই সদস্যের পর্যবেক্ষক দল ১৩ জানুয়ারি ঢাকা আসবে। তারা দু’জন নিরাপত্তা পরিস্থিতি ও ব্যবস্থা পর্যবেক্ষণ করে যে প্রতিবেদন দেবেন, তারপরই ১৫ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
২৪ জানুয়ারি ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে তাদের দুটি টেস্ট, দুটি টি-টুয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলার সূচি রয়েছে। প্রথম টেস্ট শুরু ২৭ জানুয়ারি।
Discussion about this post