সপ্তাহ খানেক হয়েছে আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান। তবে এরপর থেকেই দেশটিতে আতঙ্কে ছড়িয়ে পড়েছে। দেশ ছাড়ছেন অনেকেই। তবে ক্রিকেটে এখনো আঘাত আসেনি। তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর কিছুটা হতাশা থাকলেও এখন আশাবাদী ক্রিকেটাররা। আপাতত স্বস্তির খবর পেয়েছেন তারা। কারণ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর আর অনুর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা কাটল।
আফগান অনুর্ধ্ব-১৯ দলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরের কথা রয়েছে এই আগষ্টের শেষে। এ অবস্থায় শঙ্কা কাটল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বলছে, এখন পর্যন্ত আফগানিস্তান যুব দলের বাংলাদেশে আসা নিশ্চিত। ৩১ আগস্ট বাংলাদেশে পৌঁছে সিলেটে বাংলাদেশ যুব দলের বিপক্ষে খেলবে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলবে তারা।
সরাসরি ফ্লাইট না থাকায় সড়ক পথে পাকিস্তান-দুবাই হয়ে বাংলাদেশে আসবে আফগান যুবারা। আর আফগানিস্তান জাতীয় দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা।
আফগান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশে আসা এখনো এক সপ্তাহ বাকি। এ অবস্থায় আফগানিস্তানের বিমান যোগাযোগ আপাতত বন্ধ। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। ক্রিকেট দলের জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে পারছে না কেউই। তবে পাকিস্তেনে সড় পথে গিয়ে সেখান থেকে দুবাই যাবে যুবারা। তারপর আসবে বাংলাদেশ সফরে।
Discussion about this post