তারকা খ্যাতি দিয়ে এখন আর কোচের মন জয় করার সুযোগ নেই। যোগ্যতা দিয়েই আদায় করে নিতে হবে নিজের অবস্থান। নতুন সব ক্রিকেটার উঠে আসায় লড়াইটাও থাকছে বেশ। তবে জাতীয় দলে জায়গা করে নিতে পেসারদের মধ্যে প্রতিযোগিতাকে ভালো চোখেই দেখছেন মাশরাফি বিন মুর্তজা। দেশসেরা এই পেসার বলছিলেন, ‘এখন অনেক পেস বোলার আসছে। অবশ্যই এটি ভাল দিক। এখান থেকে আমরা ভাল পেস বোলার তৈরি করতে পারলে, বাংলাদেশ দলের জন্য খুব ভাল হবে। এমন প্রতিযোগিতা থাকা ভাল।’
ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে মাশরাফির সঙ্গী দুই পেসার আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ এবং জিয়াউর রহমান। সন্দেহ নেই এদের সবাই একাদশে থাকবেন না। বাদ পড়বেন কেউ না কেউ।
মাশরাফি মানেই ইনজুরি। পুরো ক্যারিয়ারে এই আতংকের সঙ্গে লড়তে হয়েছে তাকে। আরো একটি সিরিজ সামনে। ১৫ জুন মিরপুরে প্রথম ওয়ানডে। তার আগে মাশরাফি বলছিলেন, ‘দলে সুযোগ পেলাম। এখন ম্যাচগুলোতে ভালো খেলারচেষ্টা থাকবে। তারপরও যদি চোটে পড়ি, তাহলে কিছু করার নেই। এ কারনেই এসব নিয়ে ভাবছি না।
দলের সঙ্গে আছেন বিশেষজ্ঞ বোলিং কোচ হিথ স্ট্রিক। তাকে পেয়ে খুশি মাশরাফি। জানালেন ‘আশাকরি, ওর সাথে আমাদের অভিজ্ঞতাটা অনেক ভাল হবে। দীর্ঘমেয়াদী একটা সুফল আমরা ঠিকই পাবো।’
১৫, ১৭ ও ১৯ জুন ভারতের বিপক্ষে ৩ ওয়ানডের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বাংলাদেশ। সবগুলোই ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post