শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের গ্রুপ পর্বের লড়াই। রোববার গ্রুপ পর্বের শেষ দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যাওয়ায় রংপুর রাইডার্স বিদায় নেয়। আবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনা টাইটানস ৬ উইকেটে জিতে পেয়ে গেছে প্লেঅফের টিকিট।
আগেই বিদায় নেয় বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রোববার শেষ দিনে এসে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের সঙ্গী হিসেবে খুলনা ও রাজশাহী কিংস। লিগের লড়াই শেষে শীর্ষে আছে ঢাকা। খুলনা রয়েছে দুই নম্বরে। তিন ও চার নাম্বারে যথাক্রমে চিটাগং এবং রাজশাহী।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা ঢাকা-চিটাগং ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ দলকে ফাইনালে যেতে টানা দুটি ম্যাচ জিততে হবে। বলা দরকার প্লে-অফের দুই দল প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী দল সরাসরি উঠবে ফাইনালে।
বিপিএলে মঙ্গলবার এলিমিনেটরে লড়বে রাজশাহী কিংস এবং চিটাগং ভাইকিংস। একই দিন প্রথম কোয়ালিফায়ারে লড়বে ঢাকা ডায়নামাইটস আর খুলনা টাইটান্স। এলিমিনেটরে হেরে যাওয়া দলটির বিদায় নেবে।
Discussion about this post