ক্লাব ফুটবলের বিশ্বকাপ বলে কথা। উত্তেজনার বারুদ ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ আর লিভারপুল। যেখানে লড়াটা হবে ক্রিশ্চিয়ানো রোনালদো আর মোহাম্মদ সালাহ’র। ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে রাত ১২-৪৫ মিনিটে। সরাসরি দেখাবে সনি টেন ওয়ান, টু আর থ্রিতে।
লা লিগা আর কোপা দেল রেতে সাফল্য না পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপায় চোখ রিয়ালের। টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হতে চাইছে স্প্যানিশ ক্লাবটি। আর সবমিলিয়ে লিভারপুল পাঁচবারের চ্যাম্পিয়ন। শিরোপা পুনরুদ্ধারেই চোখ সালাহদের। যিনি আছেন দারুণ ফর্মে। বলা হচ্ছিল সালাহ রোজা রেখে খেলবেন এই ফাইনাল। কিন্তু জানা গেল ম্যাচের দিন সালাহ রোজা রাখবে না। পুষ্টিবিদের পরিকল্পনা মতই দলের কেউ রোজা রাখছে না।
রোনালদোর সাথে সালাহর লড়াই দেখার অপেক্ষায় সবাই। দুজনের পারফর্ম্যান্সের উপর নির্ভর করবে পুরো ম্যাচের ভাগ্য। ব্যালন ডি’অর কে পাবেন সেটাও নিশ্চিত হয়ে যেতে পারে। এই মৌসুমে প্রিমিয়ার লিগে রেকর্ড ৩২ গোল করে সালাহ প্রফেশনাল প্লেয়ারস অ্যাসোসিয়েশন ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের সেরা ফুটবলার হয়েছেন। ব্যালন ডি’অর এ এগিয়ে আছেন তিনি। লিভারপুলকে শিরোপা এনে দিতে মেসি-রোনালদোকে টপকে তিনিই হবে সেরা ফুটবলার।
রোনালদো এ মৌসুমে করেছেন মোট ৪১ গোল। চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করে রিয়ালকে উঠিয়েছেন ফাইনালে। সালাহরও এবারের চ্যাম্পিয়ন্স লিগে গোল ১০টি।
Discussion about this post