আনঅফিসিয়াল টেস্টে প্রথম দিনটা মন্দ কাটেনি বাংলাদেশ ‘এ’ দলের। সিমি সিংয়ের সেঞ্চুরির পরও আয়ারল্যান্ড ‘এ’ দলকে ১ম ইনিংসে ২৫৫ রানে অলআউট করেছে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার ম্যাচের ১ম দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল তুলেছে ১ উইকেটে ৩৮ রান।
ম্যাচে আইরিশদের বেশ চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা। কিন্তু সিমি সিং একাই লড়ে গেছেন। হাফসেঞ্চুরি করেন ৬৬ বলে। ১৩৮ বলে শতরান। তার ১৫৯ বলে ১২১ রানের ইনিংসে ছিল চার ১০টি, ছক্কা ছিল ৪টি।
বাংলাদেশের হয়ে ৪৭ রানে মেহেদি নেন ৩ উইকেট। কামরুল ইসলাম রাব্বি ও এবাদত হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড ‘এ’: ৭৪.৫ ওভারে ২৫৫/১০ (টেক্টর ১৮, শ্যানন ০, বালবার্নি ১০, টেরি ২০, সিমি ১২১, টমসন ৪, পয়েন্টার ১২, গেটকেট ০, ডকরেল ০, ম্যাকব্রাইন ৫৭, স্মিথ ৫*; রাব্বি ২/৪৫, এবাদত ২/২৬, সানজামুল ১/৭১, মেহেদি ৩/৪৭, জুবায়ের ২/৬১)।
বাংলাদেশ ‘এ’: ১৩ ওভারে ৩৮/১ (সাদমান ২২*, জাকির ১, শান্ত ১৫*’ স্মিথ ১/৭, টমসন ০/১, ম্যাকব্রাইন ০/১০, ডকরেল ০/১১, সিমি ০/৯)।
Discussion about this post