ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া আর অনলাইন সংবাদপত্রের সংবাদে পাল্টে গেল দৃশ্যপট। চট্টগ্রামে অনুশীলনে যাওয়া এশিয়া কাপ জয়ী জাতীয় নারী ক্রিকেট দলের বাহন পাল্টেদেওয়া হল। বুধবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের জন্য নারী ক্রিকেটাররা লোকাল বাসে ফিরেন। যান উঠে আসে ফেসবুকসহ অন্য সংবাদপত্রে। এরপরই ফেরার সময় সালমা খাতুনরা পেলেন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মাইক্রোবাস।
নারী ক্রিকেটারদের লোকাল বাসে অনুশীলনে যাওয়ার ছবি ও খবর গণমাধ্যমে প্রকাশের পরই বাহন পাল্টে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলটাই গত ১০ জুন মালয়েশিয়ায় শক্তিশালী ভারতকে হারিয়ে নারীদের এশিয়া কাপ টি টুয়েন্টি চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছিল। তখন উচ্ছাসে ভেসে গিয়েছিল গোটা বাংলাদেশ। পরুস্কারও ঘোষণা করেন বিসিবি কর্তারা।
কিন্তু দুই সপ্তাহর ব্যবধানে পাল্টে যায় দৃশ্যপট। ১৯ জুন নারী ক্রিকেট দল চট্টগ্রামে অনুশীলনের জন্য যায়। সেখানে লোকাল বাসে অনুশীলনে তাদের যেতে দেখে বিস্মিত হয় ক্রিকেট ভক্তরা! বিমানে করে চট্টগ্রামে গেলেও ক্রিকেটারদের জুবিলি রোডের হোটেল টাওয়ার ইন থেকে লোকাল বাসে করে অনুশীলনের জন্য সাগরিকায় স্টেডিয়ামে যাওয়া ও আসার ছবি ভাইরাল হয় ফেসবুকে।
সমালোচনার মুখে এবার প্রাপ্য বুঝে পেলেন নারী ক্রিকেটাররা। বুধবার শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে হোটেলে ফেরেন সালমা খাতুন আর রুমানা আহমেদরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে ২৪ জুন দেশ ছাড়বে টাইগ্রেসরা। ২৮ জুন সিরিজের প্রথম ম্যাচ। পরেরটি ২৯ জুন। তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত ১ জুলাই। সিরিজ শেষে আয়ারল্যান্ড থেকেই বিশ্বকাপ বাছাই খেলতে নেদারল্যান্ডস যাবে নারী ক্রিকেট দল।
Discussion about this post