বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২৬ জন পরিচালকের মধ্যে ১৯ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন। তিনজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে। তাই ঢাকা বিভাগের দু’জন, রাজশাহী বিভাগের একজন ও সার্ভিসেস কোটায় একজন পরিচালক নির্বাচনের জন্য বৃহস্পতিবার ভোটাভুটি হয়েছে। ঢাকা বিভাগে ‘এ’ ক্যাটাগরিতে মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয় ও মুন্সীগঞ্জের মঞ্জুর কাদের নির্বাচিত হন। দুর্জয় ১৬ ও কাদের ১৩ ভোট পান। একই ক্যাটাগরির রাজশাহী বিভাগ থেকে ৫ ভোটে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন। তার প্রতিদ্বন্দ্বী রাফিউস শামস প্যাডী পেয়েছেন ৪ ভোট। ৯ ভোটের সব ভোটই ব্যালট বক্সে পড়েছে। আর ক্যাটাগরি ‘সি’তে নির্বাচনী ময়দানে লড়েছেন গাজী আশরাফ হোসেন লিপু ও খালেদ মাহমুদ সুজন। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দু’জনের মধ্যে। শুরুতে পিছিয়ে থাকলেও জয় পেয়েছেন সুজন। এ ক্যাটাগরিতে ৪৪ ভোটের মধ্যে ৪৩ ভোট পড়েছে। ৭ ভোটে পিছিয়ে সুজনের কাছে হার মেনেছেন লিপু।
সকাল ৯টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পঞ্চমতলার সভাকক্ষে দুই ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে চারজন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। ‘বি’ ক্যাটাগরির ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। বিসিবি সভাপতি নির্বাচনে ২৬ পরিচালক আজ বিকেল ৪টায় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভোট দেবেন। এনএসসি কোটায় সভাপতি পদে দাঁড়াবেন নাজমুল হাসান পাপন।
Discussion about this post