বয়স ৩৪ ছাড়িয়েছে এই মাসেই। কিন্তু তার কাছে বয়স নিছকই একটি সংখ্যা। দাপট দেখিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। কারণ পরিশ্রমের সুফল তো মানুষ পায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই সফল এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেঞ্চুরি সঙ্গে তার ব্যাটে এসেছে ৮৪ রান। অথচ তাকে অনুসরণ করতে পারছেন না দলের তরুণ ক্রিকেটাররা।
লিটন দাস, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, আফিফ হোসেনের মতো ক্রিকেটাররা যেন ভুল থেকে দ্রুত শিখতে পারেন সেই প্রত্যাশা মুশফিকের। মুশি মনে করেন সাধারণ সব ম্যাচেও সিনিয়রদের ওপর চাপ বেশি পড়ে যাচ্ছে।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞরা। প্রথম ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা মুশফিক। ফিফটি আসে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে। দ্বিতীয় ম্যাচে মুশফিক করেন সেঞ্চুরি, দ্বিতীয় সর্বোচ্চ ৪১ মাহমুদউল্লাহ।
অথচ টানা দুই ম্যাচ খেলে ব্যর্থ লিটন দাস। প্রথম ম্যাচে শূন্য রানে। দ্বিতীয় ম্যাচে ২৫। সবশেষ ৮ ওয়ানডে ইনিংসে ২৫ এর বেশি পাননি। আর দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে মোসাদ্দেক ১০ রানে আউট।
মঙ্গলবারের ম্যাচের পর এ অবস্থায় মুশফিক বলেন, ‘একটা দলে যদি সাত-আটজন ধারাবাহিক পারফরমার থাকে, তাহলে যে কোনো দলের জন্যই প্লাস পয়েন্ট। যে কোনো পরিস্থিতি থেকে তখন দল বের হয়ে আসতে পারে। মঙ্গলবার তামিম ও সাকিবের মতো দুজন, যারা ওপরের দিকে সবসময় রান করে বাংলাদেশের জন্য, তারা ভালো করেনি। তাই লিটন, আফিফ ও মোসাদ্দেকের সুযোগ ছিল।আরেকটু সিলেক্টিভ হলে ওরা আরও ভালো ফল পাবে। কারণ, এই সব উইকেটে কখন কম ঝুঁকির শট খেলবে, কখন বেশি ঝুঁকির, এগুলো একটু জানতে হবে।’
মুশফিক আশাবাদী। তিনি আরও বলছিলেন, ‘আশা করি, দিনে দিনে ওরা আরও পরিণত হওয়ার চেষ্টা করবে। আমি খুবই খুশি হব, যদি ওরা তাড়াতাড়ি শিক্ষা নিতে পারে এখান থেকে। নাহলে, সব বড় ম্যাচে বা সাধারণ ম্যাচেও সব চাপ আমাদের ওপর এসে যায়, তখন আসলে একটু কঠিন হয়। আমি মনে করি, খুব দ্রুত ওরা অবদান রাখতে শুরু করবে। আর ওরা অবদান রাখতে শুরু করলে বাংলাদেশ বিশেষ করে ওয়ানডেতে আরও শক্তিশালী দল হবে।’
এদিকে মঙ্গলবার করা সেঞ্চুরির প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আমার মনে হয় এটা জাস্ট আরেকটা সেঞ্চুরি। প্রত্যেকটা সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল যদি আমার দল জিতে। সেদিক থেকে অবশ্যই স্পেশাল। এটা আরেকটু স্পেশাল কারণ আমরা শ্রীলঙ্কার সঙ্গে কখনো সিরিজ জেতেনি। এটার কারণে জিততে পেরেছি। অবশ্যই সামনের দিনে ভালো করতে আমাকে অনুপ্রেরণা দিবে।’
Discussion about this post