ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকালের সেশনে আশা জাগিয়েও ফেরেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। তাই ফলোঅনে পড়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে লাঞ্চের পর ফিরে দারুণ খেলে সেটা দূর করেন লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ। দু’জনই হাফসেঞ্চুরি তুলে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন। চা বিরতির আগে কোন উইকেটই আর হারাতে দেননি তারা। বলায় যায় স্বপ্নের এক সেশন কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে টাইগার শিবিরে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের করা ৪০৯ রানের জবাব দিনে নেমে শনিবার চা বিরতি পর্যন্ত বাংলাদেশ করেছে ৬ উইকেটে ২৭২ রান। অপরাজিত রয়েছেন লিটন দাস ৬৬ ও মেহেদি হাসান মিরাজ ৫৩ রানে। এখনও স্বাগতিকরা ক্যারিবীয়দের চেয়ে পেছনে রয়েছে ১৩৭ রান। তবে এরইমধ্যে তারা ফলোঅন এঁড়িয়েছে এটাই বড় স্বস্তি।
সিরিজের প্রথম টেস্টের চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করেছিলেন লিটন। মিরপুরে আজ আবার হাফসেঞ্চুরি করেছেন তিনি। তার ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি এটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয়। এরআগে ব্যক্তিগত ৩৪ রানের সময় টেস্টে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ২২তম টেস্ট খেলতে নামা লিটন।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে টেস্টে প্রথম সেঞ্চুরি পাওয়া মিরাজের এবার করলেন ক্যারিয়ারে তৃতীয় হাফসেঞ্চুরি। তাদের দারুণ ছুঁটে চলায় ফলোঅন এড়িয়ে বাংলাদেশ এখন চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রানের যতটা সম্ভব কাছে যাওয়ার।
এর আগে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন বেশ দেখে-শুনেই খেলছিলেন। সে পথ ধরে মুশফিক পেয়ে যান হাফসেঞ্চুরির দেখা। কিন্তু দিনের দশম ওভারের প্রথম বলেই ফিরে যান মিঠুন। কর্নওয়ালের অফ স্টাম্পে করা বলটা প্যাডের ওপর থেকে টেনে খেলতে চেয়েছিলেন, কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় ধরা পড়েন শর্ট মিডউইকেটে। এর ২৫ বল পর আউট হয়ে ফেরেন মুশফিক। দল যখন খাদের কিনারায় তখন তিনি খেলেন রিভার্স সুইপ। টাইমিং ঠিকঠাক হয়নি, কর্নওয়ালের বাড়তি বাউন্স করা বল মুশফিকের ব্যাটের ওপরের দিকে লেগে ক্যাচ উঠে যায় শর্ট কাভারে। সেখানে থাকা মেয়ার্স সহজেই লুফে নেন ক্যাচ। সে সময় বাংলাদেশের রান ছিল ৬ উইকেটে ১৫৫ রান। তাই ফলোঅন এঁড়াতে টাইগারদের প্রয়োজন ছিল ৫৫ রান। স্বাভাবিকভাবেই শঙ্কা ভর করেছিল স্বাগতিক শিবিরে। তবে সপ্তম উইকেট জুটিতে দুর্দান্ত খেলে চা বিরতির আগেই সেটা দূর করেছেন লিটন-মিরাজের অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটি। এখন তাদের লক্ষ্য যতটা দলকে এগিয়ে নেয়া যায়।
চা বিরতি পর্যন্ত ২৮ ওভারে কর্নওয়াল ৬০ রানে নিয়েছেন ৩ উইকেট। এদিকে গ্যাবিয়েল ১৭ ওভারে ৬১ রানে নিয়েছেন ২টি উইকেট। এদিকে জোসেফ ১৭ ওভারে ৫৯ রানের বিনিময়ে পকেটে পুরেছেন ১টি উইকেট।
An unbroken 117-run stand between Liton Das and Mehidy Hasan has helped Bangladesh to 272/6 at tea on day three.
How many more will they add in the final session?#BANvWI ➡️ https://t.co/Es33PQRdna pic.twitter.com/2mgzreoyuz
— ICC (@ICC) February 13, 2021
Discussion about this post