ঈদের ছুটির পরে আবারো ক্রিকেটীয় ব্যস্ততায় ফিরেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। জুন মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ১৭ জুন গলে, টেস্ট ম্যাচ দিয়ে। তার আগেই প্রস্তুতিমূলক অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা।
১৩ জুন বাংলাদেশ দল রওনা হবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। এর আগে ঢাকায় শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প, যেখানে শুরু থেকেই উপস্থিত ছিলেন প্রধান কোচসহ পুরো কোচিং স্টাফ। শুধু ফিটনেস নয়, লাল বলের ক্রিকেটে মানিয়ে নিতে বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনের অনুশীলন ম্যাচ।
এই ম্যাচে একটি মজার ঘটনা ঘটেছে – ব্যাট করতে নামা লিটন দাসের গায়ে ছিল পেসার খালেদ আহমেদের নাম লেখা জার্সি। ফেসবুকে সেই ছবি শেয়ার করে লিটন লিখেছেন, “খালেদ না লিটন? -লিটন, লিটন!’ ভক্ত-সমর্থকদের মধ্যে এটি বেশ হাস্যরসের সৃষ্টি করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। দলে ফিরেছেন ইনজুরি থেকে সেরে ওঠা পেসার এবাদত হোসেন। নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ।
প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন গলে।
Discussion about this post