একটি দল, যাদের জয় ভুলে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। এক মাস আগেও যারা ছিল প্রশ্নবিদ্ধ, সমালোচিত। সেই দলটাই আজ আলোচনায় উঠে এসেছে নতুন চেহারায়-ম্যাচ জিতে, সিরিজ জিতে, আত্মবিশ্বাস ফিরে পেয়ে।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না দলটি। মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়ে ফেরে টাইগাররা। পরপর ৬ টি-টোয়েন্টি ম্যাচে হেরে মনোবল ছিল একেবারে নিচে। তবে ঠিক সেখান থেকেই শুরু হয় জাগরণ।
১৩ জুলাই, শ্রীলঙ্কার ডাম্বুলায় ৮৩ রানের বিশাল জয়ে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ। এরপর কলম্বোতে আসে ঐতিহাসিক সিরিজ জয়। কিন্তু শুধু এক সিরিজ জিতে থেমে থাকেনি দলটি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সেই জয়ের ধারা বজায় রেখেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ-এক ম্যাচ হাতে রেখেই।
লিটন দাসের অধিনায়কত্বে যে আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে, তা চোখে পড়ার মতো। শুরুতে কিছু ব্যর্থতা থাকলেও এখন দলে এসেছে ভারসাম্য, স্থিরতা এবং কৌশলের প্রজ্ঞা। তরুণ ক্রিকেটারদের সুযোগ, অভিজ্ঞদের অবদান-সব মিলে তৈরি হচ্ছে একটি নতুন কাঠামো।
এই উত্তরণের গল্প মাঠে বসে উপভোগ করেছেন দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল। ছেলে আরহামকে সঙ্গে নিয়ে খেলা দেখতে এসে তামিম ম্যাচ শেষে বলেন,
‘এই জয় দলটির প্রাপ্য। আমরা টি-টোয়েন্টিতে এমন সাফল্য কল্পনাও করতাম না। এই দলটা যদি এভাবে খেলতে থাকে, ২০২৬ বিশ্বকাপে বড় কিছু করবেই।’
Discussion about this post