ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই মিরপুরের শেরেবাংলায় হেসে উঠল ব্যাট। কাটল রান খরা। সেই ম্যাচটাও জমল বেশ। রোমাঞ্চে থাকল শেষ বলের সমীকরণে। যেখানে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ল রাজশাহী। উল্টোপিঠে টানা চতুর্থ জয় পেল চট্টগ্রাম।
বুধবার রাতে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ১ রানে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রাজশাহী। দুই জয় দিয়ে শুরুর পর রাজশাহী টানা দ্বিতীয় হার দেখল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিটন দাসের ক্যারিয়ার সেরা ৭৮ রানের ইনিংসে চট্টগ্রাম ২০ ওভারে করে ১৭৬ রান। এরপর জয়ের জন্য শেষ বলে রাজশাহীর চাই ৪ রান। মুস্তাফিজুর রহমানের বলে রনি তালুকদার তুলতে পারলেন ২ রান।
রাজশাহীর রান তাড়ায় দারুণ জমল লড়াই। রাজশাহীর ৬ বলে চাই ১৩ রান। সেই নাটকীয় ওভারের প্রথম বলে নুরুল হাসান সোহানকে আউট করেন পেসার মুস্তাফিজুর রহমান। পরের দুই বলে রান নেই।
কিন্তু চতুর্থ বলে এক ছক্কায় ম্যাচ জমিয়ে তুলেন আটে নামা রনি তালুকদার। পরের বলে মুস্তাফিজের ইয়র্কার! রনির ব্যাটে লেগে বাউন্ডারি। শেষ বলে চাই ৪ রান। যেখানে রনি নিতে পারলেন ২ রান।
তার আগে ছিল লিটন দাসের ব্যাটে ম্যাজিক। এই ওপেনার ৫৩ বলে করেন অপরাজিত ৭৮ রান। ২০ ওভারের ক্রিকেটে তার আগের সেরা ছিল ৭৫ রান।
সংক্ষিপ্ত স্কোর-
মিনিস্টার গ্রুপ রাজশাহী: ২০ ওভারে ১৭৬/৫ (লিটন ৭৮*, সৌম্য ৩৪, মিঠুন ১১, শামসুর ১, মোসাদ্দেক ৪২, সৈকত ০; মেহেদি ২-০-১৯-০, ইবাদত ৪-০-৪৩-০, ফরহাদ ৪-০-৪৪-১, সানি ৩-০-১৮-১, মুকিদুল ৪-০-৩০-৩, ইমন ৩-০-২২-১)।
গাজী গ্রুপ চট্টগ্রাম: ২০ ওভারে ১৭৫/৭ (ইমন ৫৮, শান্ত ২৫, আশরাফুল ২০, ফজলে মাহমুদ ১১, মেহেদি ২৫, সোহান ৮, ফরহাদ ১২, রনি ১২*, মুকিদুল ০*; নাহিদুল ২-০-২৫-০, শরিফুল ৪-০-৪১-২, মোসাদ্দেক ৪-০-৩১-১, মুস্তাফিজ ৪-০-৩৭-৩, তাইজুল ২-০-১৭-০, সৌম্য ৩-০-১৯-০, জিয়াউর ১-০-৩-১)।
ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ১ রানে জয়ী
ম্যাচসেরা: লিটন দাস
Discussion about this post