ঘরোয়া ক্রিকেটে আলোচিত ক্রিকেটার তিনি। ব্যাট হাতে দারুণ সাবলীল। তরুণ এই ড্যাশিং ওপেনার গত মৌসুমে খেলেছেন আবাহনী লিমিটেডে। এবার তাকে দলে টেনেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শনিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলের শেষ দিনে তাকে দলে টেনে চমকই দেখিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
এবারও অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপায় চোখ রাখছে তারা। এরমধ্যে দল বদলের প্রথম দিন লিজেন্ডসদের দলে যোগ দেন পারভেজ হোসেন ইমন, আশিক-উল-ইসলাম নাঈম, ফারদিন হাসান, জাওয়াদ মোহাম্মদ রোহান ও আব্দুল হালিম। শেষ দিনে শনিবার নাম লেখালেন মুনিম শাহরিয়ার ও অভিজ্ঞ সোহাগ গাজী।
কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জে থাকা নিশ্চিত। পুরোনো দলেই থাকছেন এই মহাতারকা। মাশরাফির সঙ্গে আগের বারের বেশিরভাগ ক্রিকেটারই রয়ে গেছেন লিজেন্ডস অব রুপগঞ্জে। অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান রুম্মন, পেসার আল আমিন, মুক্তার আলী, স্পিনিং অলরাউন্ডার তানবির হায়দার, উইকেটকিপার কাম হার্ডহিটার ইরফান শুক্কুর এবং ভারতীয় ক্রিকেটার চিরাগ জানি থাকছেন রূপগঞ্জে।
এবার যুক্ত হলেন দুই তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার আর সিটি ক্লাবের তরুণ আশিক নাইম। একই দলের জাওয়াদ রোহানের দলও রূপগঞ্জ। এছাড়া বাঁ-হাতি স্পিনার রাজিবুল ইসলাম পেসার আব্দুল হালিম ও ওপেনার মাহমুদুল হাসান ইমনের সঙ্গে অলরাউন্ডার সোহাগ গাজীকেও নিল রূপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) দল বদলের শেষ দিনে মোহামডোনে নাম লেখালেন সাকিব আল হাসান। শনিবার মিরপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম) কার্যালয়ে এসে আনুষ্ঠানিকতা সারেন সাকিব। মোহাম্মদ আশরাফুলও মোহামেডানে নাম লিখিয়েছেন।
এক মৌসুম পর লিগ ফিরছে ১২ দলে। গত মৌসুমে এক রেলিগেশন ও দুই প্রমোশনে নতুন সঙ্গী অগ্রণী ব্যাংক এবং ঢাকা লেপার্ড ক্লাব। এবার লড়াই হবে ৫০ ওভারের। লিগ শুরু ১৫ মার্চ থেকে।
লিজেন্ডস অব রূপগঞ্জ
মুনিম শাহরিয়ার, ফারদিন হাসান অনি, জাওয়াদ মোহাম্মদ রোহান, আব্দুল হালিম, সোহাগ গাজী, নিয়ন ইসলাম, পারভেজ হোসেন ইমন, আশিক উল আলম নাঈম ও রাজিবুল ইসলাম।
Discussion about this post