জমকালো আর রঙীন বিশ্বকাপ যে অপেক্ষা করছে তার আগাম ইঙ্গিত দেখা গেল ফের!
মঙ্গলবার রিও ডি জেনিরোতে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফুটবলাররা যে বল দিয়ে মাঠ মাতাবেন তা দেখানো হল।
ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস এই বল শুরুতেই দৃষ্টি কাড়ল সবার। পুরো বলেই রঙের ছোঁয়া!
বলের নাম ব্রাজুকা। যার মানে হচ্ছে ব্রাজিলিয়ান। ব্রাজিলের জীবনযাত্রাই ফুটে উঠবে এই নামে।
অ্যাডিডাসের দাবি, ব্রাজুকাই বিশ্বের সবচেয়ে বেশি পরীক্ষিত বল।
এদিকে ৬ ডিসেম্বর বিশ্বকাপের ৩২ দলের চূড়ান্ত গ্রুপিং ঠিক করা হচ্ছে। তার মানে ভাল করেই লাগল গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ! ৩২ দেশ প্রস্তুত। আগামী বছরের ১২ জুন শুরু হবে মাঠের লড়াই। ছবি : daily mail
Discussion about this post