ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল এ দেশের ক্রিকেট। যে কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নেমে এসেছিল নিস্তব্ধতা। অবশেষে রোববার দুপুরে প্রেসিডেন্টস কাপের মধ্যে দিয়ে হোম অব ক্রিকেট থেকে বের হয়েছে। এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। আসরের অপর দল তামিম ইকবাল একাদশ।
এরআগে মিরপুরে দুই দলের ক্রিকেটাররা ড্রেসিংরুমের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ান। পেছনে সকল মাঠকর্মী, আর গ্র্যান্ড স্ট্যান্ডে দাঁড়িয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। করোনাভাইরাসে জীবন হারানো সকলের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালনের পর মিরপুরে শুরু হল ব্যাট-বলের লড়াই। ভাঙল ক্রিকেটের নিস্তব্ধতা।
বিসিবি প্রেসিডেন্টস কাপের সব ম্যাচই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/bcbtigercricket সরাসরি সম্প্রচার করছে। খেলা দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল BCB Live-এও। বাংলাদেশ বেতার শোনাচ্ছে ধারাবিবরণী। তিন দলের আসরটি হবে ডাবল লিগ পদ্ধতিতে। একেকটি দল অপর দুই প্রতিপক্ষের সঙ্গে দু’বার করে লড়ার সুযোগ পাবে। দেশের শীর্ষ ক্রিকেটার ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা দলের একঝাঁক তরুণ পাচ্ছেন ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ।
মিরপুরে এর আগে সর্বশেষ ১১ মার্চ জ্বলেছিল ফ্লাডলাইট। ঠিক সাত মাস পর আজ আবার আলোর ঝলকানি দেখা যাবে। তিন দলের আসরটির ফাইনাল ২৩ অক্টোবর।
১২ দিনের ঘরোয়া আসরে বড় অঙ্কের আর্থিক পুরষ্কার থাকছে খেলোয়াড়দের জন্য। চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা। রানার্সআপ দল সাড়ে সাত লাখ। এছাড়া ম্যান অব দ্য সিরিজ পাবেন ২ লাখ টাকা। সেরা ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার, ফাইনালের ম্যাচসেরা প্রত্যেকে এক লাখ টাকা করে পাবেন। ফাইনালের আগের ছয় ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫০ হাজার করে। সবমিলিয়ে টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বরাদ্দ থাকছে ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। যা খরচ করবে বিসিবি।
Discussion about this post