ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। একবার সাফল্যের চূড়ায় তো আরেক ম্যাচের ব্যর্থতার তলানিতে। ২০১৬ সালের সেরা উদীয়মান ক্রিকেটারটি এবার বাস্তবতার জমিনে নেমে এসেছেন। এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে তার দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। তবে মঙ্গলবার দল জিতলেও সাফল্য পাননি মুস্তাফিজ।
৪ ওভার বল করে দ্য ফিজ দিয়েছেন ৫৫ রান। উইকেট পাননি তিনি। আইপিএল ক্যারিয়ারে আগে এক ম্যাচে এত রান এর আগে দেননি মুস্তাফিজ। ২০১৬ মৌসুমে দিল্লির বিপক্ষের ম্যাচে সর্বোচ্চ ৩৯ রানে দেন তিনি।
এবার মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৯ রান দিয়েছিলেন কাটার মাস্টার। তারপর হায়দরাবাদের বিপক্ষে ২৪ রানে নেন ৩ উইকেট নেন। দিল্লির বিপক্ষে ২৫ রান দিয়ে পান ১ উইকেট।
এবারের আইপিএলে ৪ ওভারে সর্বোচ্চ ৫৯ রান দিয়ে লজ্জার রেকর্ডে এখন পর্যন্ত শীর্ষে উমেশ যাদব। সবচেয়ে বেশি রান দেওয়ার অপ্রত্যাশিত রেকর্ডে দ্বিতীয় স্থানেই আছেন মুস্তাফিজ।
Discussion about this post