নতুন আরেক চ্যালেঞ্জের সামনে কোর্টনি ওয়ালশ। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের হেড কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এই ক্যারিবিয়ান কিংবদন্তি। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ‘এ সিরিজে ওয়ালশকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অভিজ্ঞ কোচ, খেলোয়াড়রা সবাই তাকে মানবে। আর এই চিন্তা থেকেই তাকে হেড কোচ করা হয়েছে।’
গত বছর নভেম্বর থেকেই হেড কোচ শুন্য বাংলাদেশ ক্রিকেট দল। চেষ্টা করেও এখন পর্যন্ত নতুন কাউকে ঐ চেয়ারে বসাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝে ঘরের মাঠে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার সিরিজ খালেদ মাহমুদ সুজনকে টেকনিক্যাল ডিরেক্টর পদের মাধ্যমে টাইগারদের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়। পুরো সিরিজে ভরাডুবির কারণে আসন্ন শ্রীলঙ্কা সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওয়ালশকে দায়িত্ব দিয়েছে বিসিবি। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর অনেক নাটকীয়তার পর বোলিং কোচ হিসেবে ওয়ালশের নাম ঘোষণা করে বিসিবি।
ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ হেরে বাংলাদেশ। দল গঠনসহ আরও অনেক কিছু নিয়েই প্রবল সমালোচিত হয়েছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। ‘নোংরা জায়গায়’ কাজ করতে চান না বলে নতুন বিতর্কের জন্ম দেন খালেদ মাহমুদ সুজন। এ অবস্থায় ওয়ালশকে ভারপ্রাপ্ত প্রধান কোচের ঘোষণা দিল বিসিবি।
নিদাহাস ট্রফিতে খেলতে বাংলাদেশ দল আগামী ৪ মার্চ ঢাকা ছাড়বে। ৬ মার্চ শুরু টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও থাকছে ভারত।
Discussion about this post