অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি শ্রীলঙ্কা। সমুদ্রের নীল জলরাশি, সঙ্গে ডাঙ্গায় উচু পাহাড়ের কোল জুড়ে সবুজ প্রকৃতি। সোমবার রাতেই ছোট্ট সেই দ্বীপ রাস্ট্রে পৌঁছে গেছেন মুশফিকুর রহীমরা। তেমন এক দেশে গিয়ে গিয়ে আর ক্লান্তি পেয়ে বসে? ‘না’ বলেই হয়তো রাতেই অনেক ক্রিকেটার বেরিয়ে পড়েন। সমুদ্রসৈকতে দারুণ সময় কাটালেন তারা।
সেই আনন্দের মূহুর্ত ভক্তদের সঙ্গে ভাগাভাগিও করে নিচ্ছেন অনেকে। রাতেই কামরুল ইসলাম রাব্বি সরব হলেন ফেসবুকে। সোমবার রাতে ডিনারের সেলফি ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছেন এই পেসার।
খোলা আকাশের নীচে, বালির ওপরে সমুদ্রকে পাশে রেখে ডিনারে বসেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও কামরুল ইসলাম রাব্বি। কালুবোভিলা ওয়েস্ট সৈকতে রাব্বির সেলফিতে উঠে আসেন তারা। আনন্দে সময় কাটছে সবারই।
যদিও শ্রীলঙ্কায় ক্রিকেটের বাইরে খুব বেশি সময় কাটানোর সুযোগ নেই টাইগারদের। সামনে ব্যস্ত ক্রিকেট সূচি। ২ মার্চ থেকে শুরু দুইদিনের প্রস্তুতি ম্যাচ। তারপরই ৭ মার্চ গলে শুরু দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। শেষ টেস্টটি ১৫ মার্চ শুরু কলম্বোর পি সারা ওভালে। এটিই বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।
ওয়ানডে সিরিজ শুরু হবে ২৫ মার্চ, ডাম্বুলায়। ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোতে। এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের সঙ্গে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা
Discussion about this post