দেশের বাইরে লিগ খেলার আরও একটা দরজা খুলে গেলো তাসকিন আহমেদের। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেলেন এই পেসার। ডাম্বুলা আউরা দল চেয়েছে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে। এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী তাসকিন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিসিবির ছাড়পত্র পেলেই সুযোগটা পাবেন।
তাসকিন এখন জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেন লিগে ব্যস্ত আছেন। তাইতো এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির অনাপত্তিপত্র চাননি তিনি। যদিও মৌখিকভাবে বিষয়টি ক্রিকেট পরিচালনা বিভাগকে জানিয়ে রেখেছেন তাসকিন।
সব ঠিক থাকলে এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে তৃতীয় বাংলাদেশি হবেন তাসকিন। এর আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে গল টাইটান্স। ড্রাফট থেকে একই দলে টেনেছে মোহাম্মদ মিঠুনকে।
৩০ জুলাই থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। ২০ আগস্ট পর্যন্ত চলবে লড়াই। এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের কোন খেলা নেই। যদিও এশিয়া কাপ সামনে রেখে রয়েছে প্রস্তুতি ক্যাম্প। সেই সময়টাতে সময় এশিয়া কাপের জন্য মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে ক্যাম্প রেখেছে বিসিবি।
তাসকিন ইনজুরি কাটিয়ে ফিরেছেন কিছুদিন আগে। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট তাকে ইনজুরি ম্যানেজমেন্ট করে আন্তর্জাতিক ক্রিকেট খেলাচ্ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরের আগে ওই ইনজুরির কথা মাথায় রেখেই তাকে ছাড়পত্র দেওয়া নিয়ে হয়তো ভাববে বিসিবি। এর আগে আইপিএল ও পিএসএলের দল থেকে প্রস্তাব পেলেও জাতীয় দলের খেলা থাকায় যেতে পারেননি তাসকিন আহমেদ।
Discussion about this post