ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তানের জন্য তাহলে পয়মন্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কা? অনেকটাই তাই। কারণ তাদের বিপক্ষে সাফল্য যে আকাশ ছোঁয়া! দশ বছর পর দেশের মাঠে পেয়ে টানা দুই ওয়ানডেতে জয় পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার রাতে করাচিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় সরফরাজ আহমেদের দল।
করাচিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯৭ রান তুলে শ্রীলঙ্কা। ১৩৩ রান আসে ওপেনার দানুষ্কা গুনাতিলকার ব্যাট থেকে। এরপর নেমে ১০ বল হাতে রেখেই ম্যাচ জেতে পাকিস্তান।
এই জয়ে একটি রেকর্ডও গড়ল পাকিস্তান দল। ওয়ানডেতে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন তাদের। ওয়ানডেতে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। ১৯৭৫ থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৫ ম্যাচ খেলে ৯২তম জয়ের দেখা পেয়েছে তারা।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই নির্দিষ্ট কোনো একটি প্রতিপক্ষের বিপক্ষে এত ম্যাচ জিততে পারেনি। আগের রেকর্ডটি অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে যৌথভাবে পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৭ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছে ৯১টিতে। ১৫৯ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয় ৯১টিতে।
পাকিস্তান-শ্রীলঙ্কা এখন মুখোমুখি টি-টুয়েন্টি সিরিজে। সিরিজের প্রথম ম্যাচ ৫ অক্টোবর, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৭ ও ৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লড়বে পাকিস্তান-শ্রীলঙ্কা।
Discussion about this post