বেশ কয়েক বছর ধরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা তারকা হয়েই আছেন। আরো একবার সেই সাফল্যের স্বীকৃতি পেলেন সাকিব আল হাসান। ভারতীয় সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ভিভিএস লক্ষ্মণের চোখে মূল্যায়িত হলেন তিনি। বর্তমান সময়ের খেলোয়াড়দের নিয়ে নিজের পছন্দের একাদশ তৈরি করেন তিনি। তার ড্রিম টিমে জায়গা পেলেন অলরাউন্ডার সাকিব।
দলে ভারতীয়দের মধ্যে আছেন বিরাট কোহলি আর রবিচন্দ্র অশ্বিন। লক্ষ্মণের স্বপ্নের একাদশে রয়েছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার ওয়ার্নার, স্মিথ, স্টার্ক ও হ্যাজেলউড। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স এছাড়া ওনিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার আছেন এ দলে।
লক্ষ্মণের দলের অধিনায়ক বিরাট কোহলি। আর উইকেটকিপার এবি ডি ভিলিয়ার্স।
লক্ষণের স্বপ্নের একাদশ-
ডেভিড ওয়ার্নার, হাশিম আমলা, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স (উইকেট কিপার), সাকিব আল হাসান, রবিচন্দ্র অশ্বিন, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।
Discussion about this post