ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সদ্যই শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজ রহমান। যার পুরস্কার হাতে হাতে পেলেন তারা। বুধবার আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার পর জানা গেছে, বোলিং র্যাঙ্কিংয়ে প্রথমবার চারে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ আর আটে অবস্থান করছেন মুস্তাফিজ।
ওয়ানডে সিরিজে তিন ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন মিরাজ। এজন্য ৯ ধাপ এগিয়ে এ ডানহাতি স্পিনার র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন চারে। এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে মুস্তাফিজুর রহমান ৬ উইকেট নিয়ে ১৯ নম্বর থেকে র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন আটে। আর র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান ১৫ নম্বর থেকে উঠেছেন ১৩ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ ওয়ানডে সিরিজে ২.৭০ ইকোনমিতে সর্বোচ্চ ৭ উইকেট তুলেছেন মিরাজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেন ৪ উইকেট। এই স্পিনার ৯ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে। আবার পেসার মুস্তাফিজ ৩ ম্যাচ সিরিজে নিয়েছেন ৬ উইকেট। এই সাফল্যে এগিয়েছেন ১১ ধাপ এগিয়ে রয়েছেন আটে। ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচে উঠেন তিনি। সেই সেরা র্যাঙ্কিংয়ের পথে দ্য ফিজ।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি তামিম-মুশফিকরা। তারপরও তাদের রেটিং পয়েন্ট বেড়েছে। এজন্য এক ধাপ এগিয়ে ২২ এ আছেন তামিম। আর সাকিব আছেন ২৩ নম্বরে।
বুধবার আইসিসির সবশেষ হালনাগাদে দেখা যাচ্ছে র্যাঙ্কিংর ব্যাটিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। অধিনায়ক তামিম ইকবাল এক ধাপ এগিয়ে আছেন ২২ নম্বরে। মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ ধাপ এগিয়ে ৪৯। মুশফিকুর রহীম এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে।
অলরাউন্ডারদের শীর্ষ পাঁচে পরিবর্তন নেই। আগের মতোই শীর্ষে সাকিব। এরপরই আছেন যথাক্রমে মোহাম্মদ নবি, ক্রিস ওকস, বেন স্টোকস ও ইমাদ ওয়াসিম।
আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিং
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭২২ রেটিং
মুজিব উর রহমান (আফগানিস্তান) – ৭০৮ রেটিং
জাসপ্রিত বুমরাহ (ভারত) – ৭০০ রেটিং
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) – ৬৯৪ রেটিং
ক্রিস ওকস (ইংল্যান্ড) – ৬৭৫ রেটিং
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) – ৬৬৫ রেটিং
জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) – ৬৬০ রেটিং
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৬৫৮ রেটিং
মুহাম্মদ আমির (পাকিস্তান) – ৬৪৭ রেটিং
প্যাট কামিনস (অস্ট্রেলিয়া) – ৬৪৬ রেটিং
Discussion about this post